উপদেষ্টা নিয়োগের মতো সংস্কার কমিশনেও অদক্ষ লোকজন বসেছে
প্রকাশিতঃ 4:20 pm | December 08, 2024
জ্যেষ্ঠ প্রতিবেদক, কালের আলো:
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নিয়োগের মতো সংস্কার কমিশনগুলোতেও অদক্ষ লোকদের বসানো হয়েছে বলে দাবি করেছেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ও সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল।
তিনি বলেন, প্রথমত আমরা উপদেষ্টা নিয়োগে ভুল করেছি। এখন আবার সংস্কার কমিশনগুলোতেও অদক্ষ লোকদের এনে বসাচ্ছি। এতে করে অদক্ষ মিস্ত্রির হাতে বানানো বাড়ির মতো রাষ্ট্র ব্যবস্থাও ভেঙে পড়তে পারে বলে মন্তব্য তার।
রোববার (৮ ডিসেম্বর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘সুশাসনের জন্য জনসম্পৃক্ত সংস্কার: অসুবিধাগ্রস্থ জনগোষ্ঠীর আকাঙ্ক্ষা’ শীর্ষক আয়োজিত নাগরিক সম্মেলনের প্যানেল আলোচনায় তিনি এসব কথা বলেন।
মাসুদ কামাল বলেন, অনেকেই বলছেন দেশ সংস্কারের এটাই মোক্ষম সময়, কিন্তু আমি বলবো যে, এই সংস্কারের সুযোগ আমরা ইতোমধ্যেই হারিয়ে বসেছি। দেশের সাধারণ মানুষ মনে করে, আমিও মনে করি এবারও বোধহয় আমরা একটা বড় সুযোগ একাত্তরের মত এবারও হারাচ্ছি। একাত্তরে যেমন সংস্কারের সুযোগটা আমাদের হাত থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল, এবার বোধহয় আমরা সেদিকেই যাচ্ছি। তারপরও আমাদেরকে প্রয়োজনীয় সংস্কার করতেই হবে। কিন্তু আমি জানি না সেই সুযোগটুকু কতটা রয়েছে।
তিনি বলেন, আমাদের উপদেষ্টা নিয়োগেই অনেক ভুল হয়েছে, যোগ্য লোককে আমরা যোগ্য জায়গায় বসাতে পারিনি৷ সংস্কার কমিশনগুলোতেও সেরকমটি হয়েছে। কিন্তু আপনি যদি প্রকৃত অর্থেই দেশের সংস্কার চান, তাহলে দেখতে হবে সংস্কারের জন্য যোগ্য লোকটিকে আপনি নিয়োগ করেছেন কি-না। আমরা অনেকগুলো সংস্কার কমিশন গঠন করে দিয়েছি, কিন্তু কোন সংস্কার কাকে দিয়ে করাতে হবে এটা আমাদের দেখা উচিত ছিল। সেই সংস্কারের জন্য তিনি যোগ্য কি-না সেটা আমাদের অবশ্যই গুরুত্ব দিয়ে দেখতে হবে। তাছাড়া তো জন-আকাঙ্ক্ষার সংস্কার হবে না। অদক্ষ মিস্ত্রি দিয়ে বাড়ি বানালে যেমন ভেঙে পড়ার শঙ্কা থাকে, রাষ্ট্রের সংস্কারেও যদি দক্ষ লোক না থাকে, তাহলে রাষ্ট্র ব্যবস্থাও ভেঙে পড়বে এতে কোন সন্দেহ নেই।
সিনিয়র এই সাংবাদিক বলেন, দেশের বাজার ব্যবস্থার অবস্থা খুবই করুণ। জিনিসপত্রের দাম তো কমেনি, উল্টো বেড়েছে। আলু কেন ৮০ টাকা দিয়ে কিনতে হবে? সবজির বাজার কেন এখনো নিয়ন্ত্রণে আসেনি? সাধারণ মানুষ তো সেগুলো কিনতে পারছে না। এখন আর আমি জানতে চাইবো না কেন নিয়ন্ত্রণ করতে পারছি না, আমার প্রশ্ন এখন কেন আমরা নিত্য প্রয়োজনীয় জিনিস কিনে খেতে পারছি না?
মাসুদ কামাল বলেন, অনেকেই বলেন নতুন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন নাকি খুবই স্মার্ট লোক। উনার কথা শুনলে যে কেউই নাকি মুগ্ধ হয়ে যায়! কিন্তু এখন পর্যন্ত আমি ওনার কোনো কর্মকাণ্ডে মুগ্ধ হতে পারিনি। একজন ব্যক্তি যদি সঠিকভাবে দায়িত্ব পালন করতে না পারেন, তাহলে তার এই স্মার্টনেস দিয়ে আমি করবো কি? আপনাকে তো কাজ দিয়ে প্রমাণ করতে হবে যে আপনি স্মার্ট এবং দক্ষ।
অন্তর্ভুক্তি সরকারকে পরামর্শ দিয়ে তিনি আরও বলেন, আমাদের উচিত স্থানীয় সরকারকে শক্তিশালী করা। এখন তো আমাদের স্থানীয় সরকার বলতে কিছু নাই।
এর আগে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। বক্তব্য রাখেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্যসহ আরও অনেকে।
কালের আলো/এএমকে