বাধ্যতামূলক অবসরে সচিব সোলেমান খান

প্রকাশিতঃ 5:38 pm | December 10, 2024

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) সোলেমান খানকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর দিয়েছে সরকার।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, সোলেমান খানের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে এবং সরকার জনস্বার্থে তাকে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া প্রয়োজন বিবেচনা করে।

সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৫ ধারার প্রদত্ত ক্ষমতাবলে তাকে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হলো। তিনি বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হবেন।

কালের আলো/ডিএইচ/কেএ