নিজ মাটিতে ভালোবাসার রঙে রঙিন আইজিপি

প্রকাশিতঃ 12:26 am | February 15, 2018

অ্যাক্টিং এডিটর, কালের আলো :

নিজ জেলা চাঁদপুরে প্রাণের আবেগ আর ভালোবাসার রঙ ছড়িয়ে বরণ করে নেয়া হলো পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারীকে। নাঁড়ি পোতা ভিটার বাসিন্দাদের তাকে নিয়ে এমন আবেগমথিত ঘটনা প্রবাহে তাঁর হৃদয় দিগন্তেও আলোর নাচন।

মনের গহিনে ফুটিয়ে দিলো কথকতার কলি। ভালবাসা যে কেবল প্রিয়তম-প্রিয়তমার জন্যই নয়, বাবা-মা, আত্নীয় স্বজন থেকে শুরু করে সবার প্রতিই ভালবাসার বহি:প্রকাশ ঘটানো যায়, এদিন এমনটির প্রমাণ পেলেন-দিলেন দেশপ্রেমিক এ পুলিশ বাহিনীর প্রধান। বসন্তের মিথস্ক্রিয়ায় ভালোবাসার দিনে প্রাণের উচ্ছ্বাসে নিজেদের গর্বের ধনকে বরণ করে তৃপ্ত পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদীর তীরবর্তী এলাকার বাসিন্দারাও।

‘আমার আপনার চেয়ে আপন যে জন/খুঁজি তারে আমি আপনায়/আমি শুনি যেন তার চরণের ধ্বনি’ কবি কাজী নজরুলের আবেগমথিত অনুভূতি হয়তো দাগ কেটেছে পুলিশ প্রধানের মনেও। আর তাইতো নির্মল ভালোবাসার জন্য তিনি বেছে নিলেন নিজের নাঁড়িপোতা ভিটা চাঁদপুরকেই।

দেশপ্রেমিক বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) গুরুভার কাঁধে নিয়ে ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী প্রথমবারের মতো বুধবার (১৪ ফেব্রুয়ারি) ছুটে গেছেন দেশের ইলিশের রাজধানীতে।

সাত সকালেই চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নে মান্দারী গ্রামে মাটির শীতল বিছানায় গভীর ঘুমে আচ্ছন্ন বাবা-মা’র কবর জিয়ারত করেন।

প্রতিটি সন্তানের মতোই মা-বাবা’র প্রতি আইজিপিরও ভালোবাসা অমর, অক্ষয় এবং অব্যয়। অতীতেও চাকরি জীবনের পাহাড়সম ব্যস্ততা মাড়িয়ে যখনই সময় পেয়েছেন মা-বাবা’র কবর জিয়ারতে ছুটে এসেছেন। মহান আল্লাহ’র কাছে হৃদয়ের আকুলতায় প্রার্থনা করেছেন। নীরবে-নিভৃতেই প্রকাশ করেছেন তাদের জন্য সীমাহীন ভালোবাসা।

ভালোবাসা দিবসের মাহেন্দ্রক্ষণে নিজ জেলা চাঁদপুরে দেশের পুলিশ প্রধানের আগমন বেশ কাকতালীয়ই বটে। সরকারি নানা অনুষ্ঠানের ব্যস্ততায় দিনটি তিনি পাড়ি দিয়েছেন। দিনমান নিজ জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ফুলেল ভালোবাসায় সিক্ত হয়েছেন। এ যেন হৃদয় দিয়ে হৃদি অনুভব!

‘মিডিয়া বান্ধব’ পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিত আইজিপি ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। পুলিশের সর্বোচ্চ পদে আসীন হয়েই পুলিশ সদর দপ্তরে সংবাদকর্মীদের মুখোমুখি হয়েছিলেন। এরপর নিজ জেলা চাঁদপুর সফরে গিয়েও প্রথমেই হাজির হয়েছেন সংবাদকর্মীদের কাছেই। বসন্তের হাওয়ায় আর হৃদয়ের উষ্ণতায় সংবাদকর্মীরাও তাকে বরণ করেছেন।

‘সংবাদকর্মীদের জন্য বরাবরই তাঁর ভালোবাসা অফুরান’ আইজিপি ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারীকে নিয়ে এমন মন্তব্য চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইনকিলাবের জ্যেষ্ঠ সাংবাদিক বি.এম.হান্নানের।

ভালোবাসা সার্বজনীন, জীবনপথে নানা রুপে ধরা দেয় এই ভালোবাসা। স্থানীয় সংবাদকর্মীদের ফুলে ফুলে আইজিপিকে অভিনন্দন যেন এই বার্তায় দিলো এদিন। নিজ জেলার সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে গুরুত্বপূর্ণ অনেক ‘ম্যাসেজ’ দিয়েছেন পুলিশ প্রধান।
বলেছেন, বাংলাদেশ এখন অনেক নিরাপদ। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখন আগের চেয়ে অনেক ভালো রয়েছে। তাই বিদেশি বিনিয়োগকারীরা এই দেশে ছুটে আসছেন। তিনি মনে করেন, একটি দেশের উন্নয়নের প্রধান শর্ত হচ্ছে, নিরাপদ পরিবেশ নিশ্চিত করা। সেই লক্ষ্যে দেশের মানুষ তাদের জীবনমান উন্নয়নে বেশ ভালোই আছে।’

পুলিশ বাহিনীর প্রধান হিসেবে এমনিতেই বাহিনীর সদস্যদের প্রতি আইজিপি’র গভীর মমত্ববোধ রয়েছে। এদিনও তাদের প্রতি নি:স্বার্থ ভালাবাসার অভিব্যক্তি ফুটে উঠলো তাঁর উচ্চারণে- ‘আমাদের পূর্বসূরীরা রাজারবাগ পুলিশ লাইনে দেশের জন্য অকাতরে প্রাণ দিয়েছেন কিছু পাওয়ার আশা না করে।

এই বাংলাদেশ পুলিশের সদস্যরা পরবর্তীতে বিভিন্ন ক্রান্তিলগ্নে প্রমাণ করেছে তাদের দেশপ্রেম, দেশের প্রতি মমত্ববোধ। ২০১৩-২০১৬ এবং কিছু দিন আগেও সন্ত্রাসের বিরুদ্ধে, জঙ্গি তৎপরতার বিরুদ্ধে পুলিশ সদস্যরা মেধা ও যোগ্যতার পরিচয় দিয়েছেন। আমরা সর্বক্ষেত্রেই চেষ্টা করেছি এই দেশকে নিরাপদ ভূমিতে পরিণত করার জন্য।’

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে আইজিপি ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী যোগ দিয়েছেন চাঁদপুর হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে জেলা পুলিশের আয়োজনে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও বাল্য বিবাহ বিরোধী সমাবেশে। এখানে তিনি ছিলেন প্রধান আলোচক। সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাবেক পররাষ্ট্র মন্ত্রী ডা: দীপু মণি এমপি।

নিজ জেলার গর্বের ধন আইজিপি ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারীকে কাছে পেয়ে তাঁরাও মেতে উঠেছিলেন উল্লাস-আনন্দে। ভালোবাসার রঙে তারাও রাঙিয়েছেন নিজেদের হৃদয়।

ফুলে ফুলে বরণ করে নিয়েছেন ‘বঙ্গবন্ধু অন্ত:প্রাণ’ আব্দুল হালিম পাটোয়ারীর সুযোগ্য এ সন্তানকে। হৃদয়ের প্রগাঢ় মমতা দিয়েই বসন্ত হাওয়ায় তাদের ভালোবাসারও জবাব দিয়েছেন পুলিশ বাহিনীর এ সর্বোচ্চ কর্মকর্তা।

আরও পড়ুন: পুলিশ অত্যন্ত সাহসিকতার সঙ্গে জঙ্গিবাদ মোকাবেলায় সক্ষম হয়েছে : আইজিপি

আরও পড়ুন: চাঁদপুরে এক মঞ্চে দীপু মনি ও আইজিপি : আগুন সন্ত্রাসীদের রুখে দেয়ার অঙ্গীকার

 

কালের আলো/এএ