দুর্ঘটনায় আহত তাসনিয়া ফারিণ, অপূর্ব ও পাভেল
প্রকাশিতঃ 5:55 pm | December 13, 2024
বিনোদন ডেস্ক, কালের আলো:
‘হাউ সুইট’ নাটকের শুটিংয়ের সময় স্কুটি দিয়ে দুর্ঘটনায় আহত হয়েছেন অভিনেতা অপূর্ব, পাভেল ও তাসনিয়া ফারিণ। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক কাজল আরেফিন অমি।
পোস্টে তিনি লিখেছেন, ‘আমাদের হাউ সুইট এর একটি দৃশ্য শুটিং এর সময় দুর্ভাগ্যবশত স্কুটি দিয়ে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় পাভেল,তাসনিয়া ফারিন এবং অপূর্ব ভাই কিছুটা আহত হয়।’
এরপর বলেন, ‘সাথে সাথে আমরা হাসপাতালে আসলে ডাক্তার নিশ্চিত করেন পাভেল, ফারিন এবং অপূর্ব ভাই এখন সম্পূর্ণ সুস্থ আছেন। আপাতত তারা হাসপাতালে ভর্তি আছেন। খুব দ্রুত আমরা আবার স্বাভাবিক কাজে ফিরতে পারবো। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
কমেন্ট বক্সে ভক্ত-অনুরাগীরা তাদের সুস্থতা কামনা করেছেন।
কালের আলো/ডিএইচ/কেএ