নতুন স্বপ্নে বিভোর গলফাররা, উজ্জ্বল ভবিষ্যৎ দেখছেন সেনাপ্রধান
প্রকাশিতঃ 12:46 am | December 14, 2024
ক্রীড়া প্রতিবেদক, কালের আলো:
নীরব আর্মি গলফ ক্লাব তখন মুখর। সেখানে বসেছিল দেশি-বিদেশি গলফারদের মিলনমেলা। ঢাকা ব্যাংক বিজয় দিবস কাপ গলফ টুর্নামেন্টের দশম আসর জিততে লড়াইয়ে অবতীর্ণ মোট ৭৮৮ জন গলফার। জমকালো টুর্নামেন্টে মেজর জেনারেল (অবঃ) মোঃ মাসুদ রাজ্জাক চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। ভেটেরান বিভাগে গ্রুপ ক্যাপ্টেন (অবঃ) এআইএম শাহানুল ইসলাম, সিনিয়র বিভাগে কর্নেল (অবঃ) নুরুছছামা, লেডিস বিভাগে মিসেস মৌসুমি আনাম ও জুনিয়র বিভাগে মাস্টার খান ফাহান আহমেদ বিজয়ী হওয়ার কৃতিত্ব অর্জন করেন।
১০ম ঢাকা ব্যাংক বিজয় দিবস কাপ গলফ টুর্নামেন্টকে ঘিরে ঢাকা সেনানিবাসের সবুজ আর্মি গলফ ক্লাব শুক্রবার (১৩ ডিসেম্বর) যেন সেজেছিল বর্ণাঢ্য সাজে। সমাপনী দিনে আলোকময় ঝর্ণাধারায় বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। বিজয়ী গলফাররা পুরস্কার পেয়ে রীতিমতো উচ্ছ্বাস প্রকাশ করেন।
তারা প্রত্যাশা করেন এমন দিন তাদের জীবনে ফিরে আসুক বারবার। পর্যাপ্ত পৃষ্ঠপোষকতা পেলে এমন টুর্নামেন্টের মধ্যে দিয়ে সিদ্দিকের মতো আরও দেশসেরা গলফার উঠে আসবে। বিশ্বদরবারে লাল-সবুজের পতাকা ওড়াতে পারবেন, বাংলাদেশকে আরও উঁচুতে নিয়ে যাবেন এমন স্বপ্নও দেখেন উদ্যমী গলফাররা।
জানা যায়, জমকালো আয়োজনের মধ্য দিয়ে এদিন শেষ হয় ১০ম ঢাকা ব্যাংক বিজয় দিবস কাপ গলফ টুর্নামেন্ট-২০২৪। গলফকে জনপ্রিয় করে তুলতে ব্যয়বহুল এই খেলাটিতে নিয়মিত পৃষ্ঠপোষকতা দিয়ে চলেছে ব্যাংকটি।
পুরস্কার বিতরণ শেষে প্রধান অতিথির বক্তব্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এই ধরনের প্রতিযোগিতার আয়োজন দেশের গলফ অঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি এই আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
তরুণ প্রজন্মকে শৃঙ্খলা শেখাতে গলফ প্রশিক্ষণের গুরুত্ব আছে বলেও মনে করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, ‘প্রত্যেক বিভাগের সেনারা গলফ খেলায় ভালো করছে। তরুণ প্রজন্মকে নিয়মানুবর্তিতা শেখাতে গলফ প্রশিক্ষণের গুরুত্ব আছে। এই দেশে গলফ খেলায় উজ্জ্বল ভবিষ্যৎ আছে।’
সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা, ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার, আর্মি গলফ ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান, কার্যনির্বাহী কমিটির সদস্যরাসহ ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন বলে জানায় আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
কালের আলো/এমএএএমকে