দুই বছর আগেই সাকিবের জরিমানা করা উচিত ছিল: অর্থ উপদেষ্টা

প্রকাশিতঃ 3:16 pm | December 15, 2024

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

পুঁজিবাজার কারসাজির জন্য বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের দুই বছর আগেই জরিমানা করা উচিত ছিল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

রোববার (১৫ ডিসেম্বর) রাজধানীর গুলশান ক্লাবে এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।

শেয়ার কারসাজির অভিযোগে ২০২২ সালে বিএসইসির তদন্তে সাকিব আল হাসানের নাম ওঠে আসে। শেয়ার কারসাজির অভিযোগে জরিমানার মুখেও পড়েন এই ক্রিকেটার। সবশেষ ২৪ সেপ্টেম্বর তাকে ৫০ লাখ টাকা জরিমানা করে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাটি।

সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘পুঁজিবাজার কারসাজির জন্য সাকিব আল হাসানকে দুই বছর আগেই জরিমানা করা উচিত ছিল।’

অর্থ উপদেষ্টা বলেন, ‘চুরি-দুর্নীতি অনেক দেশেই হয়, কিন্তু বাংলাদেশের মতো দুর্নীতি সচরাচর দেখা যায় না।’

সালেহউদ্দিন বলেন, কর কমানো হলেও নিত্যপণ্যের বাজারে দাম কমছে না। চাঁদাবাজির হাত পরিবর্তন হয়েছে, বন্ধ হয়নি।

অনুষ্ঠানে অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, অর্থনৈতিক এবং আইনশৃঙ্খলায় দ্রুত স্বস্তি না দিতে পারলে সংস্কারের জন্য মানুষের ধৈর্য থাকবে না। এজন্য মধ্যমেয়াদি সমন্বিত পদক্ষেপ দরকার।

কালের আলো/ডিএইচ/কেএ