ছিনতাই বেড়ে গেছে, আইনশৃঙ্খলার আরও উন্নতি দরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা
প্রকাশিতঃ 8:07 pm | December 15, 2024
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বর্তমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলার আরও উন্নতি করতে হবে। ছিনতাইরোধে রাজধানীতে শেষ রাতে পুলিশের টহল বাড়াতে হবে। কারণ, রাজধানীতে ছিনতাই বেড়ে গেছে। তিনি বলেন, ‘শেষ রাতের দিকে পুলিশ যখন কিছুটা ঝিমিয়ে পড়ে, তখন ছিনতাইগুলো হয়। এজন্য রাতে পুলিশের টহল বাড়ানোর জন্য এরইমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে।’
রবিবার (১৫ ডিসেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বিজয় দিবস, বড়দিন, থার্টিফার্স্ট নাইট এবং বিশ্ব ইজতেমাকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন তারা।’ এসব দিবসে কোনও নাশকতার শঙ্কা নেই জানিয়ে তিনি বলেন, ‘তারপরও আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি করতে হবে।’
এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়াও উপস্থিত ছিলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সারা দেশে গ্রেফতার অভিযান চালানো হচ্ছে। এটি অব্যাহত থাকবে। ফ্যাসিস্ট সরকারের যারা আছে, মিছিল করছে, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, এসব ঘটনায় যাদের নামে মামলা আছে, তাদের গ্রেফতার করা হবে। কেউ কোনও বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে আইনশৃঙ্খলা বাহিনী সেসব প্রতিহত করবে।’
কালের আলো/এএমকে