রোদ্রজ্জ্বলে বিজয়ের সকাল, তবুও মৃদু শৈত্যপ্রবাহ

প্রকাশিতঃ 10:13 am | December 16, 2024

পঞ্চগড় প্রতিনিধি, কালের আলো:

ঝলমলে রৌদ্রজ্জ্বলে বিজয়ের সকাল। তবুও হাড় কাঁপুনি শীতে টানা চারদিন ধরে পঞ্চগড়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ।

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টায় ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। এর আগে ভোর ৬টায় রেকর্ড করা হয় ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

গত ১৩ ডিসেম্বর থেকেই ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা রেকর্ড হওয়ায় উত্তরের জেলা পঞ্চগড়ের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বইছে।

ভোরেই দেখা যায় রৌদ্রোজ্জ্বল পরিবেশ। বিজয়ের ভোরে কনকনে শীত হলেও বিজয়ের আনন্দে ফুলের ডালা নিয়ে শহীদ মিনারের দিকে ছুটছেন দেশপ্রেমিকরা। ঘড়ির কাটায় সময় বাড়তে থাকলে কেটে যায় কনকনে শীতের প্রভাবও। তবে পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে খড়কুটো, কাগজের কার্টন, টায়ার জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করতে দেখা যায়। জীবিকার তাগিদে কাজে বেড়িয়ে পড়েছেন দিনমজুর, পাথর শ্রমিক, চা শ্রমিক, কৃষক থেকে বিভিন্ন নিম্ন আয়ের মানুষ।

শীতের কারণে শিশু ও বৃদ্ধরা আক্রান্ত হচ্ছেন শীতজনিত নানা অসুখে। জেলা ও উপজেলার হাসপাতালগুলোর বহির্বিভাগে বেড়েছে রোগীর সংখ্যা। প্রতিদিন সর্দি, কাশি, নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত রোগীরা ছুটছেন হাসপাতালে। যারা বেশি অসুস্থ হয়ে পড়ছেন তারাই কেবল হাসপাতালে ভর্তি হচ্ছেন। চিকিৎসকরা চিকিৎসার পাশাপাশি শীতে সুরক্ষা থাকতে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন।

জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, আজ সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ভোর ৬টায় রেকর্ড করা হয় ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত ১৩ ডিসেম্বর থেকে এ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ।

কালের আলো/এএমকে