এনসিএল টি-টোয়েন্টি শেষ তামিমের, শুরু মুশফিকের
প্রকাশিতঃ 11:22 am | December 16, 2024
ক্রীড়া প্রতিবেদক, কালের আলো:
এনসিএল টি-টোয়েন্টি দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে তামিম ইকবাল ফিরেছেন ৭ মাস পর। নিজ বিভাগ চট্টগ্রামের হয়ে প্রথম ম্যাচে ১৩ রান করলেও এরপর থেকে নিয়মিত রান করছেন সাবেক এই অধিনায়ক। চার ম্যাচ খেলে করেছেন ১৯০ রান। গড় ও স্ট্রাইকরেট ৬৩.৩৩ ও ১৫০.৭৯। বরিশালের বিপক্ষে গতকাল ৫৪ বলে খেলেন ৯১ রান।
তবে এই ৪ ম্যাচ খেলেই শেষ হলো তামিমের এনসিএল টি-টোয়েন্টির যাত্রা। গতকাল রোববার রাতেই সিলেট থেকে ঢাকা ফিরে যান তামিম। তার আগে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে জানিয়েছেন, ‘আমার চারটা থেকে পাঁচটা ম্যাচ খেলার কথা ছিল। তো আজকে আমার শেষ ম্যাচ ছিল। আমার প্রস্তুতি যতটুকু নেওয়ার কথা ছিল, আমার মনে হয় যে আমি সবটুকু ফুলফিল করেছি।’
শেষ ম্যাচে বরিশালের কাছে হারতে হয়েছে নাটকীয়ভাবে। একেবারের শেষ ওভাড়ে ২৭ রান নিয়ে ম্যাচ বরিশালের পক্ষে নিয়ে যান সালমান হোসেন। এমন হার নিয়ে তামিম বলেন, ‘আমি মনে করি যে বরিশাল খুব ভালো খেলেছে। তাদের এক দুইজন ব্যাটসম্যান খুবই ভালো ব্যাটিং করেছে। আমাদের দলে যারা আছে পেসাররা, তারা অনেক ইয়াং। একেক জন মাত্র তিনটা চারটা টি-টোয়েন্টি খেলেছে, তারা শিখছে। দল ভালো অবস্থাতে আছে, পরবর্তী ম্যাচ গুলো ভালো হবে।’
এদিকে তামিমের সিলেট ছাড়ার আগে গতকাল রাতেই সিলেটে এসেছেন মুশফিকুর রহিম। আঙুলের চোটের কারণে খেলতে পারেননি জাতীয় দলের হয়েও। চোট থেকে সুস্থ হয়ে গতকাল ফিরে এসেছেন সিলেটে এনসিএল টি-টোয়েন্টি খেলতে। মুশফিকুর রহিম খেলবেন নিজ বিভাগ রাজশাহীর হয়ে।
কালের আলো/এএমকে