কোতোয়ালী ওসির কারিশমা
প্রকাশিতঃ 9:54 am | February 15, 2018
![](https://www.kaleralo.com/wp-content/uploads/2018/02/oc-mahbub.jpg)
অপরাধ প্রতিবেদক, কালের আলো:
দু’দিন আগের ঘটনা। তুচ্ছ দাম্পত্য কলহের জের ধরে স্বামীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে কোতোয়ালী মডেল থানায় এসেছেন এক তরুণী। সাধারণ ডায়েরি (জিডি) করতে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল ইসলামের কক্ষে গেলেন।
ওসি ওই তরুণীর মুখে কলহের কথা শুনে তাকে কিছু বুদ্ধি পরামর্শ দিলেন। ওসি তাকে বুঝাতে সক্ষম হলেন, মামলায় অনেক বিষয়েরই সমাধান হয় না। আর পুলিশী অ্যাকশনে যাওয়া মানেই সংসার না টেকার ঝুঁকি। তরুণী আশ্বস্ত হলেন। খুশিমনেই বের হলেন থানা থেকে। ওসির পরামর্শে ওই নারী নিজেদের মধ্যকার সমস্যা নিজেরাই সমাধান করে নিলেন। অবসান ঘটলো তাদের ভুল বুঝাবুঝিরও।
আরেকটি ঘটনা। উচ্চ শিক্ষিত এক বয়োবৃদ্ধ এসেছেন কোতোয়ালী মডেল থানায়। ছেলের বিদেশ যাওয়ার পুলিশ ক্লিয়ারেন্স নিতে এসেছেন। ঝটপট পেয়ে গেলেন ক্লিয়ারেন্স। যাবার আগে ওসিকে বললেন, আপনার নম্রতা-ভদ্রতা আমাকে আন্দোলিত করেছে। পুলিশ সত্যিকারেই আমাদের (জনগণের) বন্ধু, আপনার কাছে থেকে প্রমাণ পেলাম।
ওপরের ওই দু’টি ঘটনাই কেবল নয়। কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম অপরাধ দমন ও নিয়ন্ত্রণে অ্যাকশনের পাশাপাশি কৌশলী ভূমিকাও গ্রহণ করেছেন। থানায় আগত সেবা প্রার্থীদের সঙ্গে তাঁর বিনয় ও অমায়িক আচরণ পুলিশ-জনগণের সম্পর্কে যুক্ত করেছে নতুন মাত্রা।
![](https://www.kaleralo.com/wp-content/uploads/2018/02/oc-kutoali-2.jpg)
ফাইল ফটো
মাদক ব্যবসায়ী ও আগুন সন্ত্রাসীদের গ্রেফতারেও নিজের কারিশমা দেখিয়েছেন কোতোয়ালী মডেল থানার এ নতুন ওসি। নারায়ণগঞ্জে অস্ত্রের বিশাল চালান ধরে দেশব্যাপী প্রশংসিত হওয়া এ কর্মকর্তার এখন গভীর মনোযোগ কোতোয়ালী মডেল থানার চিরায়ত চেহারা পরিবর্তন করে দেয়ার।
তাঁর দূয়ার জনসাধারণের জন্য উন্মুক্ত। সম্প্রতি ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদসহ বিএনপি’র ৮ নেতা-কর্মীকে এক অভিযান চালিয়ে গ্রেফতার করেও আলোচনায় উঠে এসেছেন তিনি।
সূত্র মতে, ময়মনসিংহে বিএনপি’র রাজনীতি মূলত ‘আকন্দ’ পরিবারের হাত ধরেই পরিচালিত হয়।
ওয়াহাব আকন্দ বিএনপি’র শীর্ষ নেতা হওয়ায় তাকে গ্রেফতারও ওসি মাহমুদুল ইসলামের অন্যতম বড় সফলতা হিসেবে বিবেচিত হচ্ছে। বিএনপি’র সাধারণ সম্পাদককে গ্রেফতারের পর কেন্দ্র ঘোষিত কোন কর্মসূচি পালনেও নুন্যতম নড়াচড়া করতে পারেনি বিএনপি। সব মিলিয়ে শান্ত ময়মনসিংহ উপহার দিয়ে ক’মাসেই প্রশংসিত হয়েছেন এ কর্মকর্তা।
কালের আলো/পিএম