নির্বাচনের রোডম্যাপ আরও স্পষ্ট হলে জনগণ খুশি হতো: রুমিন ফারহানা

প্রকাশিতঃ 9:54 pm | December 17, 2024

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, প্রধান উপদেষ্টার বক্তব্যের নির্বাচন নিয়ে প্রাথমিক ধারণা পেয়েছি। তবে নির্বাচনের রোডম্যাপ কি হতে পারে বা নির্বাচনের সময়ের বিষয়টি সরকার আরও পরিস্কার করলে জনগণ বেশি আশ্বস্ত হতো।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে এ কথা বলেন তিনি।

রুমিন ফারহানা বলেন, ৫ আগস্টের পর থেকে নানা মহল বিভিন্ন ষড়যন্ত্রে ব্যস্ত। ষড়যন্ত্রকারীরা এই সরকারকে শান্তিতে দেশ পরিচালনার সুযোগ দিতে চায় না। সেই জায়গা থেকে বলা যায়, নির্বাচিত সরকার এ ধরনের অস্থিতিশীলতা সহজে মোকাবেলা করতে পারে। যা অন্য কোনো সরকারের পক্ষে সম্ভব নয়। তাই নির্বাচন দ্রুত দিলে সকলের জন্য মঙ্গলজনক হবে।

আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেয়া প্রসঙ্গে তিনি বলেন, গণঅভ্যুত্থানের একটি বড় অংশ চাইছে না আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক। আওয়ামী লীগ অংশগ্রহণ করলে দেশ রক্তপাতের দিকে যাবে কি না- এমন প্রশ্ন রাখেন তিনি। এ সময় বিগত নির্বাচনগুলো মাথায় রেখেই আগামী নির্বাচনের পথ পাড়ি দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

কালের আলো/এএমকে