পররাষ্ট্র সচিবের সঙ্গে সিরডাপের মহাপরিচালকের সাক্ষাৎ

প্রকাশিতঃ 6:36 pm | December 18, 2024

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সমন্বিত পল্লী উন্নয়ন কেন্দ্র (সিরডাপ)-এর মহাপরিচালক ড. পুত্তে গৌদা চন্দ্র শেখর।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিবের দপ্তরে এই সাক্ষাৎ হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আলোচনায় সিরডাপ-এর সদস্য রাষ্ট্রের সংখ্যা বৃদ্ধি, সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সহযোগিতা, সক্ষমতা শক্তিশালীকরণ এবং প্রতি বছর ৬ জুলাই বিশ্ব গ্রামীণ উন্নয়ন দিবস উদযাপনের বিষয়ে আলোচনা হয়।

সিরডাপের মহাপরিচালক সদস্য রাষ্ট্রগুলোতে গ্রামীণ উন্নয়নে সংস্থাটির কার্যক্রম তুলে ধরেন। পররাষ্ট্র সচিব গ্রামীণ ও অ-পল্লী উন্নয়ন কর্মকাণ্ডকে সংযুক্ত করার ওপর জোর দেন। তিনি মহাপরিচালককে তার দায়িত্ব পালনে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

কালের আলো/এএমকে