কুয়েট’র র‍্যাগ ডে’তে তারুণ্যের উচ্ছ্বাস

প্রকাশিতঃ 10:00 am | February 15, 2018

কালের আলো রিপোর্ট:

আনন্দ, উচ্ছ্বাস, রংয়ে, রূপে এক অপরূপ সাজে সজ্জিত হয়ে গত ১১ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি র‌্যাগ ডে’র (শিক্ষা সমাপনী) আনন্দে মেতে ওঠেছিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অদ্বৈত’১৩ ব্যাচের শিক্ষার্থীরা।

প্রথম দিন রং উৎসব, ফানুস, একুয়াস্টিক নাইট। দ্বিতীয় দিন কালচারাল নাইট, তৃতীয় দিন কনসার্ট অনুষ্ঠিত হয়। কনসার্টে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য প্রফেসর ড.মুহম্মদ আলমগীর, পুরকৌশল বিভাগের শিক্ষক শেখ সাকিব, আব্দুর রাকীব ও মারুফ মোল্লাসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। কনসার্ট এ পারফর্ম করেন আর্টসেল, মেকানিক্স, কুয়েটের ব্র‍্যাণ্ড সিজি ফোর এবং চিরকুট।

এর আগে, ১২ ফেব্রুয়ারি উপাচার্য প্রফেসর ড.মুহম্মদ আলমগীর র‍্যাগ ওয়াল উন্মোচন করেন।

সবমিলিয়ে এ মুখর আনন্দের মাঝেও অদ্বৈত’১৩ ব্যাচের বিদায়ী শিক্ষার্থীদের চোখেমুখে ছিলো যেন কি এক লুকানো বেদনার রেখাপাত, বিদায়ের করুণ অাকুতি! তারপরও কমতি ছিলো না অানন্দের, ঘাটতি পড়েনি তারুণ্যের যৌবনদীপ্ত উচ্ছ্বাসের।

র‌্যাগ ডে নিয়ে অনুভূতি ব্যক্ত করে পুরকৌশল বিভাগের বিদায়ী ব্যাচ ২কে১৩ অর্থাৎ অদ্বৈত’১৩ ব্যাচের শিক্ষার্থী গালিব আহমেদ আখন্দ বলেন, ‘টানা চার বছর একসঙ্গে একটা পরিবারের মতো ছিলাম। অনেক আনন্দ উৎসব করলেও প্রিয় ক্যাম্পাস থেকে চলে যেতে হবে ভেবে খারাপ লাগছে। স্মৃতি হয়ে থাকবে ভালোবাসার কুয়েট ক্যাম্পাস।’

 

কালের আলো/উবায়দুল/১৫ ফেব্রুয়ারি