বিএনএফডব্লিউএ’র শীতবস্ত্রে দ্বিগুণ খুশির বারতা

প্রকাশিতঃ 8:54 pm | December 18, 2024

বিশেষ সংবাদদাতা, কালের আলো:

মৃদু শৈত্যপ্রবাহ আর ঘন কুয়াশায় দেশজুড়ে বইছে কনকনে ঠান্ডা। তীব্র ঠান্ডায় ঘর থেকে বের হওয়ারও যেন জো নেই। তবুও জীবিকার তাগিদে শীত উপেক্ষা করেই বের হতে হচ্ছে। শীতের দাপটে রীতিমতো বিপাকে পড়েছে ছিন্নমূল ও খেটেখাওয়া দরিদ্র মানুষ। কমে গেছে আয়-রোজগারও। বর্ণনাতীত কষ্টের সময়ে শীতের গরম কাপড়ও যেন কারও কারও কাছে এক রকম বিলাসিতা! এমন পরিস্থিতিতে গরিব, অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে নির্ভরতার প্রতীক হিসেবেই দাঁড়াচ্ছে বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ (বিএনএফডব্লিউএ)। শীতার্ত গরিব মানুষের প্রতি সদয় হয়েই তাঁরা বাড়িয়ে দিয়েছে সহানুভূতি ও সহমর্মিতার হাত। মানবতার অনন্য আভায় উপস্থাপন করেছেন নিজেদের।

বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ (বিএনএফডব্লিউএ) ঢাকা এর উদ্যোগে বুধবার (১৮ ডিসেম্বর) গরিব ও দু:স্থ শীতার্তদের মাঝে রাজধানীর মিরপুর-১৪-তে নাবিক আবাসিক এলাকায় শীতবস্ত্র বিতরণ করেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান এর পত্নী ও বিএনএফডব্লিউএ এর প্রেসিডেন্ট নাদিয়া সুলতানা। বিপন্ন মানুষের মলিন মুখে ফুটিয়েছে অনাবিল প্রশান্তির হাসি। গরিব মানুষের জন্য অভিশাপ হয়ে আসা শীতে সংঘটির এমন মানবিক উপহারে তাঁরা যেন পেয়েছেন দ্বিগুণ খুশির বারতা।

জানা যায়, নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ বরাবরই দেশের প্রতিটি দুর্যোগে-দুর্বিপাকে নানাবিধ কর্মযজ্ঞে মানবতার প্রোজ্জ্বল আভায় নিজেদের তুলে ধরতে সক্ষম হয়েছেন। এবারও তাঁরা শীতার্তদের পাশে দাঁড়িয়ে নিজেদের দায়িত্বশীলতা ও মানবিকতার পরিচয় দিয়েছে। ফলত তাদের প্রশংসার অনবদ্য আলাপচারিতা উচ্চারিত হচ্ছে অসহায়ের মর্মমূল থেকেও।

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সুবিধাবঞ্চিত শিশু, পঙ্গু, বয়স্ক নারী-পুরুষসহ অসহায়, গরিব ও দু:স্থ জনগোষ্ঠীর শীতের দুর্ভোগ লাঘবে নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ এর নিজস্ব অর্থায়নে শীতবস্ত্রসমূহ বিতরণ করা হয়। বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্ট এ সময় উপস্থিত সকল নারী-পুরুষের খোঁজ খবর নেন ও দারিদ্র্য পীড়িত জনগোষ্ঠীর পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

শীতে অসম্ভব কষ্ট ভোগ করা এসব সুবিধাবঞ্চিত মানুষের মুখে এক চিলতে হাসির আভা ছড়িয়ে যেন মানসিক তৃপ্তি পেয়েছেন বিএনএফডব্লিউএ এর প্রেসিডেন্ট নাদিয়া সুলতানাও। তিনি মনে করেন, একটু ভালোবাসা, সহানুভূতি ও আন্তরিকতাই পারে এসব মানুষের সুন্দর জীবন নিশ্চিত করতে। সামনের দিনগুলোতেও অব্যাহত থাকবে এই প্রয়াস।

এ সময় বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ ঢাকা শাখার চেয়ারম্যান নাওমী নাহরীন আজাদ ও কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

কালের আলো/এমএএএমকে