দেড় যুগের জঞ্জাল ২-৪ মাসে পরিষ্কার সম্ভব নয়: ধর্ম উপদেষ্টা

প্রকাশিতঃ 4:15 pm | December 22, 2024

কক্সবাজার প্রতিনিধি, কালের আলো:

অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, রাষ্ট্রের প্রতিটি সেক্টরে দুর্নীতি, স্বজনপ্রীতি ঢুকে গেছে। আমরা দায়িত্ব নিয়েছি পাঁচ মাস চলছে। দেড় যুগের জঞ্জাল ২-৪ মাসে পরিষ্কার সম্ভব নয়। ২০২৫ সালের প্রথম ছয় মাসে অন্তর্বর্তী সরকারের চলমান সংস্কার কাজ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে।

শনিবার (২১ ডিসেম্বর) রাতে কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ‘ইসলামিক রিসার্চ সেন্টার কক্সবাজার’র ২১ তম বার্ষিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খালিদ হোসেন বলেন, আমরা সংস্কারে হাত দিয়েছি। প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্যদের নিয়োগ দেওয়া হয়েছে। ভোটার তালিকা ১ জানুয়ারি থেকে হালনাগাদ শুরু হবে। আগামীতে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দেওয়ার আয়োজন চলছে। ১৬-১৭ বছর পর এ প্রথম ভোটাররা তার পছন্দের প্রার্থীকে দিনের আলোতে ভোট দিতে পারবে। আগে ভোটের নামে প্রহসন ছিল। মানুষ ভোট দিতে যায়নি। মনে রাখা উচিত, দেশ কোনো নির্দিষ্ট দলের কাছে ইজারা দেয়া হয়নি।

উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেন, দেশে যাকাত সঠিকভাবে বিতরণ করা হয় না। অথচ হাজার হাজার কোটি টাকার যাকাত বিতরণ হয়। এ যাকাত ঠিকমতো গরীবের কাছে গেলে ১০ বছরের মধ্যে দেশে কোনো ভিক্ষুক থাকবে না। ধনীদের টাকায় গরীবের হক আছে।

ইসলামিক রিসার্চ সেন্টার কক্সবাজারের সভাপতি মুফতি কিফায়াত উল্লাহ শফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন ভারত থেকে আসা ইসলামিক বক্তা সৈয়দ আশহাদ রশিদী। এছাড়াও জেলা-উপজেলার বিভিন্ন পর্যায়ের আলেমগণ এতে বক্তব্য রাখেন।

কালের আলো/এমএএইচ/ইউএইচ