বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করে বড় পুরস্কার পেলেন জাঙ্গু
প্রকাশিতঃ 9:59 am | December 24, 2024
স্পোর্টস ডেস্ক, কালের আলো:
আমির জাঙ্গু নামটা আন্তর্জাতিক ক্রিকেটে খুব একটা পরিচিত নাম নয়। যদিও ওয়েস্ট ইন্ডীজ ক্রিকেটে জাঙ্গুকে নিয়ে আলোচনা চলছে বেশ কিছুটা দিন ধরেই। উইকেটরক্ষক ব্যাটার প্রথম শ্রেণীর ক্রিকেটে ছিলেন দুর্দান্ত ছন্দে। সেই সুবাদেই জায়গা পেয়েছিলেন বাংলাদেশ দলে। আর সুযোগ পেয়েই নিজের জাত চিনিয়েছিলেন জাঙ্গু।
সদ্য সমাপ্ত বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যেকার ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে এক জাঙ্গুর সেঞ্চুরিতেই ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। ৩২১ রান করেও সেদিন রক্ষা হয়নি বাংলাদেশের। অভিষেক ওয়ানডেতে সেঞ্চুরির পুরস্কারটাও এবার পাচ্ছেন আমির জাঙ্গু। ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে ডাক পেয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার। জানুয়ারি মাসে পাকিস্তানের বিপক্ষে সিরিজে দলে ডাক পেয়েছেন তিনি।
জাতীয় দলে জায়গা করে নিতে অবশ্য ঘরোয়া ক্রিকেটের দুর্দান্ত ছন্দটাও কাজে লেগেছে তার। ২৭ বছর বয়সী উইকেটরক্ষক ব্যাটার আমির জাঙ্গু এখন পর্যন্ত ৪৯টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন। ওয়ানডে ফরম্যাটে সর্বশেষ ৫ ইনিংসের মধ্যে তিন ম্যাচেই তিনি হাঁকিয়েছেন অর্ধশতক। আছে ১টি শতরানের ইনিংস।
আর সাদা পোশাকে চারদিনের ম্যাচে ৬৩ এর বেশি গড়ে করেছেন ৫০০ রান। ছিল দুই সেঞ্চুরি এবং ১টি হাফসেঞ্চুরি। ৫ ম্যাচ শেষে হয়েছেন ত্রিনিদাদ এন্ড টোবাগোর সর্বোচ্চ রান সংগ্রাহক। সবমিলিয়ে আমির জাঙ্গুর জন্য জাতীয় দলে ঢোকার রাস্তা অনেকটা পরিষ্কারই ছিল।
পাকিস্তানের বিপক্ষে সিরিজে জাঙ্গুর সঙ্গে ডাক পেয়েছেন গুদাকেশ মোতি। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ মিস করার পর ফের সাদা পোশাকে হাজির হচ্ছেন তিনি। এই দুজনের জায়গা করে দিতে বাদ পড়েছেন শামার জোসেফ এবং আলজারি জোসেফ। শামার পড়েছেন ইনজুরিতে। তাকে বেশ কিছুদিনের জন্যই থাকতে হবে মাঠের বাইরে। আর আলজারি জোসেফ বাদ পড়েছেন ‘ব্যক্তিগত কারণে’।
জানুয়ারি মাসের এই সিরিজের দলে বাকি আর কোনো পরিবর্তনই থাকছে না। ১৬ই জানুয়ারি থেকে শুরু হওয়া এই সিরিজের মধ্যে দিয়ে ২০০৬ সালের পর প্রথমবার পাকিস্তানে টেস্ট খেলতে যাচ্ছে ক্যারিবিয়ানরা। মাঝে উইন্ডিজ দল পাকিস্তানের বিপক্ষে খেলেছিল নিরেপেক্ষ ভেন্যুতে।
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দল
ক্রেইগ ব্রাথওয়েট (অধিনায়ক), জশুয়া ডি সিলভা, অ্যালিক অ্যাথানাজে, কেসি কার্টি, জাস্টিন গ্রিভস, কাভেম হজ, টেভিন ইমলাচ, মিকাইল লুইস, গুদাকেশ মোতি, অ্যান্ডারসন ফিলিপ, কেমার রোচ, কেভিন সিনক্লিয়ার, জেইডেন সিলস, জোমেল ওয়ারিকান।
কালের আলো/এএমকে