বাগেরহাটে ৩৬তম বার্ষিক মহোৎসব মতুয়া মহাসম্মেলন

প্রকাশিতঃ 1:24 pm | December 24, 2024

কালের আলো ডেস্ক:

বাগেরহাটের চিতলমারী উপজেলার সদর ইউনিয়নের নবঘাট আরুলিয়া শ্রী শ্রী হরি-গুরুচাঁদ সেবাশ্রমে অনুষ্ঠিত হয়েছে ৩৬তম বার্ষিক মহোৎসব মতুয়া মহাসম্মেলন। যেখানে অংশ নেন হাজারও ভক্ত ও দর্শনার্থীরা। সেবাশ্রমের উদ্যোগে গত রোববার মধ্যরাতে অধিবাসের মাধ্যমে শুরু হয়ে সোমবার মন্দির প্রাঙ্গণে এই মহোৎসব ও মতুয়া মহাসম্মেলন অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মতুয়া ভক্ত-দর্শনার্থী অংশগ্রহণ করেন। এ সময় তারা বলেন,  আমরা প্রতিবছরের ন্যয় এবারও মতুয়া সম্মেলনে অংশ নিয়েছি। এবার এটি মহোৎসবে পরিণত হয়েছে, আপনারাও আসবেন। নবঘাট আরুলিয়ায় শ্রী শ্রী হরি-গুরুচাঁদ সেবাশ্রমের সেবক শ্রীমৎ নরেশ গোঁসাই, বাংলাদেশ মতুয়া মহাসংঘের কার্যকরী সভাপতি ও মহাসচিবসহ সংশ্লিষ্টরা অংশ নেন।

কালের আলো/ডিএইচ/কেএ