কাশ্মিরে ৩০০ ফুট খাদে পড়ল সেনাবাহিনীর গাড়ি, ৫ ভারতীয় সেনা নিহত

প্রকাশিতঃ 9:03 am | December 25, 2024

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:

ভারত-শাসিত জম্মু-কাশ্মিরে সড়ক দুর্ঘটনায় ভারতীয় সেনাবাহিনীর ৫ সেনাসদস্য নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৫ সৈন্য। সেনাসদস্যদের বহনকারী একটি গাড়ি হাইওয়ে থেকে ৩০০ ফুট গভীর খাদে পড়ে গেলে হতাহতের এই ঘটনা ঘটে।

বুধবার (২৫ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি বলছে, মঙ্গলবার জম্মু ও কাশ্মিরের পুঞ্চে সেনাবাহিনীর একটি ট্রাক রাস্তা থেকে ছিটকে পড়ে এবং ৩০০ ফুট গভীর খাদে পড়ে গেলে পাঁচ সেনাসদস্য নিহত এবং আরও পাঁচজন আহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

কর্মকর্তারা জানিয়েছেন, উপত্যকার ঘড়োয়া এলাকায় বিকেল ৫টা ২০ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। ছয়টি গাড়ির একটি কনভয়ের অংশ হিসেবে সেনাসদস্যদের বহনকারী ওই গাড়িটি জেলার বানোই যাওয়ার পথে দুর্ঘটনার মুখে পড়ে।

ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে, গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন চালক। আর এর ফলেই ঘটে এই বিপত্তি। পুঞ্চের মেনধারের বালনোই এলাকার ওপর দিয়ে যাচ্ছিল সেনাবাহিনীর গাড়িটি। কাছেই রয়েছে পাকিস্তান সীমান্তের নিয়ন্ত্রণ রেখা। আর ওই এলাকা দিয়ে যাওয়ার সময় আচমকা একেবারে গভীর খাদে পড়ে যায় গাড়িটি।

অন্যদিকে যারা আহত হয়েছেন তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে।

ভারতের একজন প্রতিরক্ষা মুখপাত্রও বলেছেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে তবে “সম্ভবত চালক রাস্তার মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন”। এছাড়া ভারতীয় সেনাবাহিনী এই ঘটনার পেছনে কোনও সন্ত্রাসী-সম্পর্কিত কার্যকলাপ অস্বীকার করেছে।

দুর্ঘটনার পর ভারতীয় সেনাবাহিনী, জম্মু ও কাশ্মির পুলিশের জরুরি সদস্যরা ঘটনাস্থলে রয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।

অবশ্য এই ধরনের দুর্ঘটনা কাশ্মিরে এটাই প্রথম নয়, গত মাসেও একই ধরনের দুর্ঘটনা ঘটেছিল। সেসময় ভারতীয় এক সেনা প্রাণ হারান। আহত হন আরও বেশ কয়েকজন। গত ৪ নভেম্বর কালাকোটের বাদোগ গ্রামের কাছে এই দুর্ঘটনা ঘটেছিল।

কালের আলো/ডিএইচ/কেএ