রেমিট্যান্সের ডলার ১২৩ টাকার বেশি নয়
প্রকাশিতঃ 5:07 pm | December 25, 2024
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
প্রবাসী আয় বা রেমিট্যান্সের ডলার ১২৩ টাকার বেশি দরে না কিনতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।প্রবাসী আয়ের ঘোষিত দাম ছিল ১২০ টাকা।
বাড়তি চাহিদা মেটাতে ব্যাংকগুলো ১২৬ থেকে ১২৭ টাকা দরে ডলার কেনা শুরু করে। এর প্রভাব পড়ে খোলা বাজারেও, ডলারের দাম ১২৮ টাকা ছাড়িয়ে যায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) মৌখিক এ সিদ্ধান্তের কথা জানিয়ে দেয় বাংলাদেশ ব্যাংক। এ তথ্য একাধিক বাণিজ্যিক ব্যাংকের ট্রেজারি বিভাগ সূত্রের।
এবার প্রবাসী আয়ের ডলারের দাম আনুষ্ঠানিকভাবে ১২০ টাকা থেকে ১২৩ টাকা হলো। একইসঙ্গে অন্তর্বর্তী সরকারের সময়ে ডলারের দাম প্রথমবারের মতো বাড়ল।
ডিসেম্বরের মধ্যে আমদানি দায় পরিশোধ করার নির্দেশ দেওয়ার পর এক মাস ধরে ডলারের বাজার আবার অস্থিরতা শুরু হয়। কিছু ব্যাংক ১২৬-১২৭ টাকায় ডলার কেনার কারণে বাজারে ডলারের বিক্রয়মূল্য বেড়ে যায়।
এ পরিস্থিতিতে কঠোর হয় কেন্দ্রীয় ব্যাংক। পরে ব্যাংকগুলো নিজেরা মিলে সিদ্ধান্ত নেয় তারা ১২৩ টাকার বেশি দামে ডলার কিনবে না। একই সময়ে বাংলাদেশ ব্যাংক থেকেও একই নির্দেশনা আসে। এর ফলে মঙ্গলবার থেকেই আবার ডলারের ঊর্ধ্বমুখী ভাব দূর হয়।
ডলারের বাড়তি দামের সময়ে ব্যাংকগুলোর মাধ্যমে আসা প্রবাসী আয়ের আয়ের হিসাবে রেকর্ড তৈরি হয়। একক মাসের অংশ হিসাবে এত প্রবাসী আয় আগে কখনো আসেনি। চলতি ডিসেম্বর মাসের ২১ দিনে প্রবাসী আয় দুই বিলিয়ন ডলার অতিক্রম করে যায়। সে হিসাবে প্রতিদিন ডলার আসে ৯ কোটি ৫৫ লাখ ৮২ হাজার ৩৮০ ডলার।
কালের আলো/এএমকে