রিহাব ফেয়ারে প্লট জমি কিনলেই অফারের ছড়াছড়ি
প্রকাশিতঃ 5:24 pm | December 25, 2024
জ্যেষ্ঠ প্রতিবেদক, কালের আলো:
ঢাকার আগারগাঁও চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের বাইরের মাঠে চলছে পাঁচ দিনব্যাপী রিহাব ফেয়ার-২০২৪। এই মেলায় অংশগ্রহণ করেছে ১৭১টি প্রতিষ্ঠান, যাদের মধ্যে রয়েছে নির্মাণকারী ও আবাসন সম্পর্কিত সেবা প্রদানকারী বিভিন্ন প্রতিষ্ঠান। মেলায় প্লট অথবা ফ্ল্যাট বুকিং দিলেই নানা ধরনের আকর্ষণীয় অফার পাওয়া যাচ্ছে, যা ভ্রমণ, গিফট কিংবা বড় পরিমাণ ছাড়ের মাধ্যমে গ্রাহকদের আকৃষ্ট করছে।
এ মেলায় ফ্ল্যাট বুকিং দিলে এক থেকে দেড় লাখ কিংবা পাঁচ লাখ টাকা পর্যন্ত ছাড়ের সুযোগ মিলছে। এছাড়াও কিছু প্রতিষ্ঠান দিচ্ছে ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত কাপল টিকিট, আইফোন, এলইডি টেলিভিশনসহ নানা গিফট।
মেলায় এসে নানা অফারের সুবিধা নেওয়ার জন্য প্লট বা ফ্ল্যাট খুঁজতে এসেছেন মিরপুর থেকে আসা জহির উদ্দিন। তিনি জানান, মেলায় আসার প্রধান উদ্দেশ্য হচ্ছে অফার পাওয়া। বিভিন্ন প্রতিষ্ঠান মেলায় প্লট বা ফ্ল্যাট বুকিং দিলে ১০ লাখ টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে, যা অন্য সময় পাওয়া যায় না।
এছাড়া, ‘আমাদের প্রপার্টিস’ এর সহকারী ম্যানেজার ইঞ্জিনিয়ার সাখাওয়াত হোসেন জানান, তাদের প্রতিষ্ঠান মেলায় ১০ শতাংশ ছাড় দিচ্ছে। এর মানে হলো, এক কোটি টাকার ফ্ল্যাটে ১০ লাখ টাকা ছাড় পাওয়া যাবে। এমনকি, বুকিং দিলে তারা ঢাকার টু কক্সবাজার কাপল টিকিটও দিচ্ছে। তাদের প্রতিষ্ঠান শ্যামলী, কল্যাণপুর, উত্তরা, সাভার, ডিওএইচএসসহ বিভিন্ন প্রজেক্টে বিক্রি করছে। মেলায় বিশেষভাবে ডাউনপেমেন্ট ২৫ শতাংশ নেওয়া হচ্ছে, যা সাধারণত ৩০ শতাংশ হয়।
এছাড়া, ঢাকা মডার্ন সিটি কাঠা প্রতি দেড় লাখ টাকা ছাড় দিচ্ছে এবং প্রাইম অ্যাসেট গ্রুপ কাঠা প্রতি এক লাখ টাকা ছাড় প্রদান করছে।
এ মেলায় সবচেয়ে সস্তা অফারটি নিয়ে এসেছে রিয়েলচাপিতা গ্রুপ, যারা আব্দুল্লাহপুর কেরানীগঞ্জ এলাকার ঢাকা-মাওয়া হাইওয়ে সংলগ্ন এলাকায় তিন কাঠা প্লট মাত্র ১৫ লাখ ৫০ হাজার টাকায় বিক্রি করছে। এই প্লট কিনলে সাধারণ সময়ে যা ১৭ লাখ টাকায় বিক্রি হয়।
রিহাব মেলায় পূর্বাচল, সাভার, উত্তরা, আশুলিয়া, কেরানীগঞ্জসহ বিভিন্ন অঞ্চলের প্লট বিক্রেতা প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। মেলায় এখন পর্যন্ত বেশ সাড়া মিলেছে এবং আগামী ২৭ ডিসেম্বর পর্যন্ত এই মেলা চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা উন্মুক্ত থাকবে।
রিহাবের জনসংযোগ কর্মকর্তা রশিদ বাবু জানান, এই মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো রিহাবের সদস্য। মেলায় সিমেন্ট, রডসহ আবাসন সম্পর্কিত বিভিন্ন সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোও উপস্থিত রয়েছে, এর মধ্যে ১১টি আর্থিক প্রতিষ্ঠানও রয়েছে।
কালের আলো/এএমকে