মেহজাবীনে মুগ্ধ জয়া আহসান, হয়ে গেলেন অভিনয়ের ভক্ত!

প্রকাশিতঃ 8:04 pm | December 25, 2024

বিনোদন প্রতিবেদক, কালের আলো:

“যারা মানুষ নয়, তারা হিন্দু হোক আর মুসলিম, তাদের নিয়ে জগতের কোনও লাভ নেই বরং লোকসানটাই বেশি”- এমনই এক বার্তা দিয়েছে সদ্য মুক্তি পাওয়া সিনেমা ‘প্রিয় মালতী’। শঙ্খ দাশ গুপ্ত পরিচালিত এ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটেছে ছোট পর্দা দাপিয়ে বেড়ানো মেহজাবীন চৌধুরীর।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর স্টার সিনেপ্লেক্সে (মহাখালী শাখায়) অনুষ্ঠিত হয় সিনেমাটির বিশেষ প্রদর্শনী। যেখানে শিল্পী,নির্মাতা, প্রযোজক এবং কলাকুশলীদের অনেকেরই দেখা মিলেছে। প্রদর্শনী শেষে হল জুড়ে দেখা গেষে হর্ষবর্ধন এবং করতালি। উপস্থিত সকলে হয়েছেন আবেগে আপ্লুত এবং সিনেমাটির শিল্পী ও নির্মাতাকে ভাসিয়েছেন প্রশংসায়।

আগামী ২৭ ডিসেম্বর শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে দুই বাংলার জনপ্রিয় তারকা জয়া আহসানের ‘নকশী কাঁথার জমিন’ সিনেমা। নিজের সিনেমা মুক্তির আগে এই অভিনেত্রীও এসেছিলেন মেহজাবীনের সিনেমার প্রদর্শনীতে। এসময় তিনি সিনেমাটির গল্প, নির্মাণ এবং শিল্পীদের অভিনয়ের ব্যাপক প্রশংসা করেন।

জয়া আহসান বলেন, “সিনেমাটির শেষে এসে যে মেসেজটি দেওয়া হয়েছে, আমার মনে হয় এর উপরে আর কোনও মেসেজ হতে পারে না। এই সময়ে এসে এরকম একটি গল্প এবং মেসেজ দেওয়া খুব দরকার ছিল। আমি চোখের পলক ফেলতে পারছিলাম না ছবিটি দেখার সময়। ভাবছিলাম এর পর কী হবে! পাশ থেকে যখন আমাকে একজন বলছে, আপু পপকর্ন খাবেন? আমি বলছিলাম, না। এই ছবি পপকর্ন খেতে খেতে দেখার ছবি না। পরিচালককে অসংখ্য ধন্যবাদ জানাই এরকম একটি সুন্দর ছবি নির্মাণের জন্য। কলাকুশলীদেকে ধন্যবাদ এবং সবচেয়ে বেশি ধন্যবাদ দিতে চাই ছবিটির অভিনয়শিল্পীদের। প্রত্যেকেই অনেক অসাধারণ অভিনয় করেছেন। আমি সবাইকে বলবো, হলে এসে সিনেমাটি দেখুন। দুঃখ, আনন্দ, বেদনা সবকিছু মিলিয়েই বিনোদন। ছবিটি দেখে আপনারা বিনোদিত হবেন, আপনাদের ভালো লাগবে।”

এরপর আলাদা করে মেহজাবীনের তুমুল প্রশংসাও করেন তিনি। জয়া বলেন, “অনেকেই বলছিলেন, মেহজাবীন কেন আরও আগে এলো না। আমার কাছে মনে হয়েছে, সে একদম পরিপক্ক সময়ে একদম পরিপক্ক হয়েই সঠিক সিনেমা দিয়েই যাত্রাটা শুরুটা করেছে। আমি খুবই অবাক হয়েছি তার অভিনয় দেখে। আমার এখনও গুজবাম্পস হচ্ছে। মেহজাবীন যখন কাঁদে, কপাল থেকে সিঁদুর মুছে ফেলে, শাখাগুলো ভেঙে ফেলে- কি দারুণভাবে অভিনয় করেছে।

আমি সবসময় ওর বেড়ে ওঠাটা খেয়াল করতাম কিন্তু মেহজাবীন যে এত পরিপক্ক অভিনয়শিল্পী হয়ে উঠেছে, আমি বুঝতে পারিনি। অনেক বেশি কাজ দেখা হয় না আমার। যত যা কাজ দেখি, ওর কাজই দেখা হয়। আমি ওর ভক্ত। আমি চাইব, সে এরকম আরও অর্থবহ সিনেমা করুক। তার জন্য আমার সবসময়ই শুভকামনা থাকবে।”

জয়া আহসানকে নিজের আইডল মানেন মেহজাবীন চৌধুরী। তার উপস্থিতি ও সিনেমা দেখা এবং প্রশংসা করা নিয়ে বেশ আপ্লুত এবং উচ্ছ্বসিত মেহজাবীন। তিনি বলেন, “তিনি আমার আইডল। আমার কাজ দেখেছেন এবং উনার কাছে ভালো লেগেছে, এটাই আমার কাছে আশীর্বাদ। তিনি আমাকে এরকম আরও অর্থবহ সিনেমা করতে বলেছেন, সেটাও আমার জন্য অনেক বড় পাওয়া। আমি অবশ্যই এটা মাথায় রাখব।”

এর পাশাপাশি নন্দিত অভিনেত্রী ও নির্মাতা আফসানা মিমিও মেহজাবীনের অভিনয়ের প্রশংসা করতে ভুলেন নি। মেহজাবীনও ভুলেননি কৃতজ্ঞতা স্বীকার করতে। মেহজাবীনের ‘লাক্স চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার মেন্টর ছিলেন মিমি।

এদিন প্রদর্শনীতে আফসানা মিমি, জয়া আহসান ছাড়া আরও উপস্থিত ছিলেন নুসরাত ইমরোজ তিশা, দীপা খন্দকার, শাহনাজ খুশি, বৃন্দাবন দাশ, মাসুমা রহমান নাবিলা, তমা মির্জা, মনোজ প্রামাণিক, শার্লিন ফারজানা, জেফার, রাফসান সাবাব, সুনেরাহ তাসনিম, রায়হান রাফি, প্রবীর রায় চৌধুরী, আদনান আল রাজীব, হৃদি হক, রাকা নোশিন নাওয়ার, নাজিয়া হাসান অদিতি, বিজরী বরকত উল্লাহ, ইন্তেখাব দিনার, রুনা খান প্রমুখ।

২০ ডিসেম্বর মুক্তি পায় মেহজাবীন অভিনীত প্রথম সিনেমা ‘প্রিয় মালতী’। সিনেমাটিতে মেহজাবীন ছাড়া আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট, রিজভি রিজু, আনিসুল হক বরুণ, নাদের চৌধুরীসহ অনেকে।

দেশে মুক্তির আগে সিনেমাটি প্রদর্শিত হয়েছে কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অব ইন্ডিয়াতে। মর্যাদাপূর্ণ দুই উৎসবেই অফিসিয়ালি সিলেক্ট হওয়া ‘প্রিয় মালতী’ কুড়িয়েছে ব্যাপক প্রশংসা।

কালের আলো/ডিএইচ/কেএ