এমআইএসটিতে গবেষণা প্রণোদনা পেলেন শীর্ষ গবেষকরা, সৃজনশীল ও সময়োপযোগী গবেষণায় গুরুত্ব কমান্ড্যান্টের
প্রকাশিতঃ 9:52 pm | December 26, 2024
বিশেষ সংবাদদাতা, কালের আলো:
গবেষণা খাতে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে কম বরাদ্দের গল্প দীর্ঘদিনের। অনেক বিশ্ববিদ্যালয় আবার ঠিকমতো নিজেদের গবেষণা ব্যয়ও খরচ করতে পারে না। কোথাও কোথাও আবার গবেষণাও হয় না এমন প্রচারণাও রয়েছে। তবে এসব ক্ষেত্রে পুরোপুরি ব্যতিক্রম এক দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত মিলিটারি ইন্সটিটিউট অফ সাইন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)।
দেশের স্বনামধন্য এই উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানটি ২০২৩ সালে আন্তর্জাতিক স্বীকৃত স্কোপাস ইনডেক্সড গবেষণা প্রকাশনায় নিজেদের শীর্ষ দশজন গবেষক এবং এমআইজেএসটি জার্নালে প্রকাশিত প্রবন্ধের শ্রেষ্ঠ গবেষকদের গবেষণা প্রণোদনা, সনদ এবং ক্রেস্ট প্রদান করেছে। এমআইএসটি’র কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. নাসিম পারভেজ বরাবরই গবেষকদের পাশে থেকে তাদের উৎসাহিত করেছেন। ফলশ্রুতিতে এই বিশ্ববিদ্যালয়ের গবেষকদের গবেষণাকর্ম আন্তর্জাতিকভাবে স্বীকৃত সাময়িকীতে প্রকাশিত হচ্ছে।
শুধুমাত্র ২০২৩ সালেই এমআইএসটি’র গবেষকরা আন্তর্জাতিক স্বীকৃত স্কোপাস ইনডেক্সড জার্নালে ২২৩টি গবেষণা প্রকাশনা সম্পন্ন করেছেন। এমআইএসটি কমান্ড্যান্ট সৃজনশীল ও সময়োপযোগী গবেষণায় বিশেষ গুরুত্বারোপ করেছেন। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন এই গবেষণালব্ধ জ্ঞান সম্যকভাবে গবেষকরা নিজেদের কর্মক্ষেত্রে দীর্ঘ সময় ধরে প্রয়োগ করে গুণগত পরিবর্তন আনতে সক্ষম হবেন।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) মিলিটারি ইন্সটিটিউট অফ সাইন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-এর জেনারেল মুস্তাফিজ টাওয়ারের মাল্টি-পারপাস হলে ‘রিসার্চ ইনসেনটিভ অ্যাওয়ার্ডিং অনুষ্ঠান-২০২৩’ এবং ‘এমআইএসটি ইন্টারন্যাশনাল জার্নাল অফ সাইন্স অ্যান্ড টেকনোলজি’ (এমআইজেএসটি)-এর ডিসেম্বর ২০২৪ সংখ্যার অনলাইন সংস্করণের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি এমআইএসটি’র কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. নাসিম পারভেজ নিজের বক্তব্যের শুরুতেই ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে এবং ২০২৪ সালের জুলাই-আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে নিহত সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি দেশ ও মানবতার কল্যাণে সৃজনশীল ও সময়োপযোগী গবেষণা এবং কিউএস ওয়ার্ল্ড র্যাংকিং এ এমআইএসটির অবস্থান উন্নীতকরণে আন্তর্জাতিক গবেষণামানের সঙ্গে সামঞ্জস্য রেখে গবেষণা কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।
আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, ২০২৩ সালে ২৯টি স্কোপাস ইনডেক্সড প্রকাশনার জন্য শ্রেষ্ঠ গবেষক হিসেবে এমআইএসটি’র অধ্যাপক ড. মো. এনামুল হক ও এমআইজেএসটি-তে সর্বোচ্চ সংখ্যক প্রকাশনার জন্য লেফটেন্যান্ট কর্নেল মো. জাহিদুল ইসলাম পুরস্কৃত হন। অনুষ্ঠানে এমআইএসটি’র গবেষণা ও উন্নয়ন শাখার পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসেন, শ্রেষ্ঠ গবেষক অধ্যাপক ড. মোঃ এনামুল হক এবং এমআইজেএসটি’র এডিটর-ইন-চিফ অধ্যাপক ড. ফিরোজ আলম অষ্ট্রেলিয়া থেকে ভিডিও টেলিকনফারেন্সিংয়ের মাধ্যমে বক্তব্য রাখেন। গবেষণা ও উন্নয়ন শাখার তত্ত্বাবধানে অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। এই অনুষ্ঠানে বিভিন্ন ফ্যাকাল্টির ডীন, বিভাগীয় প্রধান, শাখা প্রধান, অধ্যাপক, গবেষক, সামরিক ও বেসামরিক কর্মকর্তা, বিভিন্ন বিভাগের নির্বাচিত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
কালের আলো/এমএএএমকে