সচিব পশ্চিম রিয়াজ হামিদুল্লাহ, পূর্ব নজরুল ইসলাম

প্রকাশিতঃ 8:35 am | December 30, 2024

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

দুই সচিবের দপ্তর বণ্টন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সচিব রিয়াজ হামিদুল্লাহকে পৃথিবীর পশ্চিম অংশের দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে, সচিব মো. নজরুল ইসলাম দেখবেন পৃথিবীর পূর্ব অংশ।

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ নাজমুল হকের সই করা এক অফিস আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

১৫ ব্যাচের পেশাদার কূটনীতিক রিয়াজ হামিদুল্লাহ এতদিন আঞ্চলিক সংস্থা ও বহুপাক্ষিক অর্থনৈতিক বিষয়াবলি দেখছিলেন। সম্প্রতি অতিরিক্ত সচিব থেকে সচিব পদে পদোন্নতি পেয়েছেন তিনি। রিয়াজ হামিদুল্লাহ এখন থেকে সচিব পশ্চিম হিসেবে দায়িত্ব পালন করবেন। দিল্লির বাংলাদেশ হাইকমিশনে নতুন হাইকমিশনার হিসেবে ভারত সরকারের কাছে রিয়াজ হামিদুল্লার জন্য এগ্রিমো পাঠানো হয়েছে। দিল্লির সবুজ সংকেত পেলে রিয়াজ হবেন দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার।

অন্যদিকে, একই ব্যাচের পেশাদার কূটনীতিক নজরুল ইসলাম এতদিন দ্বিপক্ষীয় এবং ইন্সপেকটর জেনারেল অব মিশনসের দায়িত্ব পালন করেছেন। নজরুল ইসলাম এখন থেকে সচিব পূর্ব হিসেবে দায়িত্ব পালন করবেন। সঙ্গে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন ইন্সপেকটর জেনারেল অব মিশনসের।

কালের আলো/ডিএইচ/কেএ