আরও জোরদার হবে দ্বিপাক্ষিক সম্পর্ক, গুরুত্বপূর্ণ আলোচনায় বাংলাদেশ ও কাতার নৌবাহিনী প্রধান 

প্রকাশিতঃ 8:23 pm | January 06, 2025

বিশেষ সংবাদদাতা, কালের আলো:

দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে জোর দিয়েছে বাংলাদেশ ও কাতার। উভয় পক্ষই মনে করছে, বাংলাদেশ ও কাতার একসঙ্গে কাজ করবে। বন্ধুত্বপূর্ণ দু’দেশের মধ্যে পারস্পরিক বিশ্বাস, শ্রদ্ধা এবং সহযোগিতার ভিত্তিতে সম্পর্ক বিকাশ লাভ করেছে।

সোমবার (৬ মার্চ) ঢাকার বনানীস্থ নৌবাহিনী সদর দপ্তরে বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান এর সঙ্গে কাতার নৌবাহিনী প্রধান স্টাফ মেজর জেনারেল (সি) আব্দুল্লাহ হাসান এম এ আল-সুলাইতি এর সৌজন্য সাক্ষাতকালে সম্পর্ক উন্নয়নের বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। বৈঠককালে তাঁরা দু’দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়েও গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। খবর সংশ্লিষ্ট সূত্রের।

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, দু’দিনের সরকারি সফরে বাংলাদেশে এসেছেন কাতার নৌবাহিনী প্রধান স্টাফ মেজর জেনারেল (সি) আব্দুল্লাহ হাসান এম এ আল-সুলাইতি। সোমবার (৬ মার্চ) সফরের অংশ হিসেবে তিনি ঢাকার বনানীর নৌবাহিনী সদর দপ্তরে এসে পৌঁছলে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) তাকে স্বাগত জানান। এ সময় নৌবাহিনীর একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করে। তিনি গার্ড পরিদর্শন এবং সালাম গ্রহণ করেন। এর আগে সকালে কাতার নৌবাহিনী প্রধান শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদতবরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

কূটনৈতিক সূত্র জানায়, কাতার মধ্যপ্রাচ্যের একটি উন্নত ও প্রভাবশালী রাষ্ট্র। চলতি বছর বাংলাদেশ ও কাতারের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করতে পাঁচটি চুক্তি ও পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। একইসঙ্গে বাংলাদেশ সশস্ত্র বাহিনী থেকে কাতার সশস্ত্র বাহিনীতে সদস্যদের প্রেষণে (ডেপুটেশন) প্রেরণ সংক্রান্ত ইমপ্লিমেন্টিং অ্যাগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়েছে।

আইএসপিআর জানায়, ঢাকার বনানীর নৌবাহিনী সদর দপ্তরে নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান ও কাতার নৌবাহিনী প্রধান স্টাফ মেজর জেনারেল (সি) আব্দুল্লাহ হাসান এম এ আল-সুলাইতি এর মধ্যকার সৌজন্য সাক্ষাতকালে তাঁরা পারস্পরিক কুশলাদি বিনিময় করেন। এ সময় দুই দেশের মধ্যকার নৌবাহিনীর পেশাগত ও প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন। এছাড়া বাংলাদেশ ও কাতার নৌবাহিনীর মধ্যকার বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। এ সময় নৌবাহিনী সদর দপ্তরের বিভিন্ন পিএসও, কাতার নৌবাহিনীর পদস্থ কর্মকর্তারা এবং কাতার এ্যাম্বাসির চার্জ ডি অ্যাফেয়ার্সসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিশ্লেষকরা মনে করেন, কাতার নৌবাহিনী প্রধান স্টাফ মেজর জেনারেল (সি) আব্দুল্লাহ হাসান এম এ আল-সুলাইতি এর বাংলাদেশ সফরের মাধ্যমে দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন এক উচ্চতায় পৌঁছেছে। নানাদিক থেকেই এই সফরকে খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। উন্মোচিত হয়েছে দু’দেশের সহযোগিতার একটি নতুন ক্ষেত্র।

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বাংলাদেশ সফরকালে আব্দুল্লাহ হাসান এম এ আল-সুলাইতি বাংলাদেশ সেনাবাহিনী প্রধান, বিমানবাহিনী প্রধান এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারে সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সফর শেষে সোমবার (৬ মার্চ) তিনি ঢাকা ত্যাগ করবেন।

কালের আলো/এমএএএমকে