হরিণের মাংসসহ ৬ চোরাচালানকারী আটক
প্রকাশিতঃ 3:50 pm | January 08, 2025
বাগেরহাট প্রতিবেদক, কালের আলো:
বাগেরহাটের মোংলায় ১১ কেজি হরিণের মাংসসহ ৬ চোরাচালানকারীকে আটক করেছে কোস্ট গার্ড।
বুধবার (৮ জানুয়ারি) সকালে কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা) মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মুসফিক উস সালেহিন এ তথ্য জানান।
তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের একটি আভিযানিক দল মোংলা ফেরিঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে মোংলা হতে ঢাকাগামী একটি মাইক্রোবাস তল্লাশি করে ১১ কেজি অবৈধ হরিণের মাংসসহ ৬ জন চোরাচালানকারীকে আটক করা হয়।’
তিনি আরও বলেন, ‘জব্দকৃত অবৈধ হরিণের মাংস, মাইক্রোবাস এবং আটককৃত চোরাচালানকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানা পুলিশের উপস্থিতিতে ঢাংমারী ফরেস্ট অফিসের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।’
কালের আলো/এসএকে