জিয়া পরিবারের অবিস্মরণীয় দিনটিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আনন্দের জোয়ার
প্রকাশিতঃ 11:46 pm | January 08, 2025
রাইসুল ইসলাম খান, কালের আলো:
দীর্ঘ সাড়ে সাত বছর পর মা বেগম খালেদা জিয়া ও সন্তান তারেক রহমানের পুনর্মিলনে সামাজিক যোগাযোগ মাধ্যমেও দোয়া ও শুভেচ্ছার সঙ্গে বয়ে যাচ্ছে আনন্দের জোয়ার। কমেন্টে মা-ছেলেকে দোয়া ও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। জিয়া পরিবারের অবিস্মরণীয় এই দিনটিতে খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেছেন অনেকেই।
মা-ছেলের আবেগাপ্লুত দৃশ্য হৃদয় কেড়েছে জনপ্রিয় ইসলামী স্কলার ও বক্তা মিজানুর রহমান আজহারীর। বুধবার (০৮ জানুয়ারি) সন্ধ্যা ৬টার কিছু সময় পর নিজের ফেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তিনি। সেখানে তিনি লিখেছেন-‘পৃথিবীর প্রতিটি মজলুম মায়ের বুক আল্লাহ তাআলা এভাবেই শীতল করে দিক। হৃদয় প্রশান্তকারী এক আবেগঘন দৃশ্য!’
আব্দুল কাদের নামের এই নেটিজেন লিখেছেন, ‘আল্লাহর অসীম রহমত যে, শেষ পর্যন্ত মায়ের সঙ্গে ছেলের মিলন হলো। শেখ হাসিনার পতন না হলে এটা আদৌ সম্ভব ছিল কি? হয়তো মায়ের মৃত্যুতেও ছেলের বাংলাদেশে আসা সম্ভব হতো না’! জিয়াউল হক নামের এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের জনপ্রিয়তা অনেক বেশি, কিছু নেতার কারণেই দলের বদনাম হয়’।
সৃস্টিকর্তার কাছে দোয়া চেয়ে আরেক নেটিজেন লিখেছেন, ‘হে আল্লাহ, তুমি আমাদের মা-কে তোমার কুদরতি রহমত দিয়ে দ্রুত সুস্থ করে পরিবার ও দেশের মানুষের কাছে ফিরিয়ে দিও’। নিগার সুলতানা নামের এক নেটিজেন লিখেছেন, ‘এই বন্ধন অটুট থাকুক চিরকাল’। মোহাম্মদ সোয়েব টিপু নামের এক ফেসবুক ইউজার প্রশ্ন তুলে লিখেছেন, ‘আজকে এই সুযোগ কে করে দিয়েছে? ভেবে দেখ’। শেখ সুরাইয়া রহমান নামের একজন লিখেছেন, ‘দারুণ মুহূর্ত মাশাআল্লাহ’।
নীরব অনুভূতি নামের এক নেটিজেন লিখেছেন, ‘মহান নেত্রী। দীর্ঘ ১৬ বছর সীমাহীন নির্যাতন সহ্য করার পরেও দেশ ছেড়ে পালিয়ে যাননি’।
আবুল হাসান নামের একজন লিখেছেন, ‘পৃথিবীর সব সৌন্দর্য যেন মিশে আছে এই এক ফ্রেমে। সাত বছরের বিরতির পর মা আর সন্তানের মিলন- দৃশ্যের চেয়ে হৃদয়ছোঁয়া আর কী হতে পারে! ২৪ শুধু একটি দিন নয়, এটি একটি নতুন অধ্যায়ের সূচনা। মানবিকতার এক অনন্য উদাহরণ তৈরি করেছে এটি। এ যেন ভালোবাসার নতুন ভাষা শেখার দিন। আমাদের অনুভূতিকে আরও গভীরভাবে স্পর্শ করেছে এই মুহূর্ত’।
জব্বার আল নাঈম লিখেছেন, ‘৭ বছর ৬ মাস পর মায়ের সঙ্গে দেখা! অথচ কত কত বার মৃত্যুর দখলে চলে গিয়েছিলেন খালেদা জিয়া। ফিরে এসেছেন, দেশটাকে নতুন করে দেখবেন বলেই। পুত্রের সঙ্গে দেখা করবেন বলেই। প্রেম অমর হোক।’
কামাল হোসাইন শাহরিয়ার লিখেছেন, ‘মায়ের স্পর্শ সন্তানের পাহাড়সম দুশ্চিন্তাকেও নিমেষেই ভ্যানিশ করে দেয়। মহান আল্লাহ এক বিশেষ যত্ন দিয়েই এই মা-সন্তান সম্পর্ক নির্মিত করেছেন। মা-ছেলে সব সময় অপার্থিব রত্ন। রাজনীতির চোখে যা ধরা যায় না।’ খাজা মাহাদী শিকদার লিখেছেন, ‘প্রিয় বাংলাদেশ। মা-শাশুড়ির মিলনমেলা। পারিবারিক জীবন আসলেই সুন্দর।’
এর আগে বুধবার (০৭ জানুয়ারি) যুক্তরাজ্যের স্থানীয় সময় সকাল ৯টা ৫ মিনিটে খালেদা জিয়াকে বহনকারী উড়োজাহাজটি যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে। উন্নত চিকিৎসার জন্য সেখানকার একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে বিএনপির চেয়ারপারসনকে।
কালের আলো/এমএএএমকে