‘আমরা প্রতিদ্বন্দ্বিতাহীন নিরামিষ নির্বাচন চাই না’
প্রকাশিতঃ 3:58 pm | February 16, 2018
কালের আলো রিপোর্ট:
‘আমরা প্রতিদ্বন্দ্বিতাহীন নিরামিষ নির্বাচন চাই না’ এমন মন্তব্য করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, “বিএনপি নিজেরাই যদি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর অজুহাত প্রদর্শন করতে চায়, তাহলে কিছু বলার নেই। সেই নির্বাচনের কোনো অর্থই নেই। অর্থবহ নির্বাচনের জন্য অর্থবহ অংশগ্রহণ চাই। চাইবো বিএনপি অংশ নিক।”
শুক্রবার বেলা ১১টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শীতলক্ষা নদীর ওপর নির্মাণাধীন দ্বিতীয় কাঁচপুর সেতুর সুপারস্ট্রাকচার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, “বারবার মির্জা ফখরুল সরকারকে অভিযুক্ত করছে। বিএনপি নিজেরা যদি নির্বাচন থেকে সড়ে দাঁড়ায়, সেটা তাদের ব্যাপার। আমরা তাদের নির্বাচনকে সরাবো না। বেগম খালেদা জিয়ার রায়ের প্রতিক্রিয়ায় লাখ লাখ লোকের ঢল নামবে, এমন আশায় বিএনপি অপেক্ষমান ছিল। জনগণের কোনো সাড়া না পেয়ে, বিএনপি এখন অক্ষমতার অজুহাত হিসেবে তাদের শান্তিপূর্ণ কর্মসূচি পালনের কৌশল অবলম্বন করেছে। ঢাকা সিটিতে অনশন করেছে, প্রেসক্লাবের সামনে প্রোগ্রাম করেছে, নয়া পল্টনের সামনে করেছে, কোথাও তো পুলিশ বাধা দেয়নি। তারা আদালতের বিরুদ্ধে কর্মসূচি পালন করছে।”
ওবায়দুল কাদের বলেন, “অন্ধকারে ঢিল ছোড়া বিএনপির পুরোনো অভ্যাস। আদালতের আদেশের বাইরে বেগম জিয়ার বিষয়ে সরকারের কোনো হাত নেই, কোনো হস্তক্ষেপ নেই। খালেদা জিয়াকে শ্যোন অ্যারেস্ট দেখানো, বা তার বিরুদ্ধে নতুন মামলা দেয়া এটা আদালতের বিষয়, সরকারের নয়।”
তিনি আরও বলেন, “কারাগার চলবে জেল কোড অনুযায়ী। এখানে খালেদা জিয়ার জন্য আমরা বিশাল সমাবেশ করতে পারবো না। কারাগার তো নির্জন। বাইরে নানান জুট জামেলায় থাকেন, কারাগার তো একটু শান্তিতে, স্বস্তিতে থাকার একটা জায়গা। কারাগারে ডিভিশন নিয়ে তার থাকার ব্যবস্থা করা হয়েছে। এমনকি তার গৃহকর্মীকেও তিনি সঙ্গে নিয়ে কারাগারে নিয়ে আছেন। যেটা এ দেশে নজিরবিহীন। এ সুযোগ বাংলাদেশে কেউ পান না।”
এসময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগের ঢাকা জোনের অতিরিক্ত প্রকৌশলী আব্দুস সবুর, নারায়ণগঞ্জ সওজের নির্বাহী প্রকৌশলী আলীউল হোসেন, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) মো. মঈনুল হক ও অতিরিক্ত পুলিশ সুপার মো. শরফুদ্দীন প্রমুখ।