সাকিবকে নিয়ে নতুন করে ভাবনায় বিসিবি
প্রকাশিতঃ 9:45 am | January 10, 2025
ক্রীড়া প্রতিবেদক, কালের আলো:
সাকিব আল হাসানের দুঃসময় যেন শেষই হচ্ছে না। একটার পর একটা সমস্যা লেগেই আছে। যার মধ্যে সবশেষ সংযোজন বোলিং অ্যাকশনে ত্রুটি। সাকিবের এই সমস্যাগুলো নিয়ে বিসিবিকেও এখন ভাবতে হচ্ছে নতুন করে।
গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে দেশছাড়া। এর মধ্যে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে সারের হয়ে খেলতে গিয়ে প্রথমবারের মতো তার বোলিং অ্যাকশনে ত্রুটি ধরা পড়ে। ফলে বার্মিংহামের লাফবোরো ল্যাবরেটরিতে নিজের বোলিং অ্যাকশন বৈধ প্রমাণ করতে পরীক্ষা দিতে হয় তাকে। সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে ব্যর্থ হন সাকিব। দ্বিতীয়বার তিনি পরীক্ষা দেন ভারতের চেন্নাইয়ে। গত ২১ ডিসেম্বর দেওয়া সেই পরীক্ষায়ও তার বোলিং অ্যাকশনে ত্রুটি ধরা পড়েছে। এর ফলে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তার ঠাঁই পাওয়ার ক্ষীণ সম্ভাবনাও বলতে গেলে শেষ হয়ে গেল। চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার শেষ সময় ১২ জানুয়ারি।
বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির সভাপতি নাজমুল আবেদীন ফাহিম জানিয়েছেন, সাকিবকে নিয়ে নতুন করে ভাবতে হবে। বৃহস্পতিবার নাজমুল আবেদীন বলেন, ‘এটাতো বলাই হয়েছে যে, সে বিবেচনায় আছে। যদি কোনো সমস্যা হয়ে থাকে পরীক্ষায় (বোলিং) সেটা হয়তো প্রাসঙ্গিক হতে পারে। সে যে বিবেচনায় থাকবে সেটা আগেই বলা হয়েছে।’
তিনি জানান, এ বিষয়টা ভাবনার বিষয় নির্বাচকদের। এই বলে বোলিং অ্যাকশন ইস্যুটা নির্বাচকদের কোর্টে ঠেলে দিলেন তিনি। তার কথা, ‘এটা মূলত নির্বাচকদের ভাবনার বিষয়। তারা এটা দেখবেন। তাদের যদি কোনো প্রশ্ন থাকে তারা বোর্ডের সঙ্গে আলোচনা করবেন, এটা নির্বাচকদের বিষয়, তারাই সিদ্ধান্ত নেবেন।’
সাকিবের বিষয়ে আরও কিছু সিদ্ধান্ত নিয়ে সংবাদ বিজ্ঞপ্তি দেবে বিসিবি। নাজমুল আবেদীন বলেন, ‘শুধু পরীক্ষার ফল নয়। এর সঙ্গে আনুষঙ্গিক আরও কী করতে পারবে, কী করতে পারবে না এসব বিষয় মিলিয়ে হয়তো একটি সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হবে।’
সাকিবকে দলে নিতে হলে সরকার থেকেও অনুমতি নেওয়ার ব্যাপার রয়েছে। তবে সরকার থেকে কিছুটা সবুজ সংকেত পেয়েছে বিসিবি। এজন্য তার ভিসা প্রক্রিয়া শুরু করেছিল বোর্ড। সাকিবের বোলিং অ্যাকশন পরীক্ষার বিস্তারিত জানার অপেক্ষায় রয়েছে বিসিবি। নাজমুল আবেদীন বলেন, ‘কিছু কিছু তথ্য আমরা জানি। কিন্তু সব তথ্য একসঙ্গে করে নেওয়াটা জরুরি। বিচ্ছিন্নভাবে না দিয়ে আমরা একসঙ্গে দেব।’
কালের আলো/এএএন/কেএ