দেশের গণতন্ত্রকে আর কেউ হত্যা করতে পারবে না: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ

প্রকাশিতঃ 6:30 pm | January 10, 2025

বরিশাল প্রতিনিধি, কালের আলো:

বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেছেন, আগামী দিনে বাংলাদেশের গণতন্ত্রকে আর কেউ হত্যা করতে পারবে না। কোনো নাগরিককে নির্যাতন করতে পারবে না। মায়ের সামনে থেকে টেনে নিয়ে ছেলেকে কেউ যেন আর হত্যা না করতে পারে সে জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ জাতির সামনে কোনো অপশক্তি টিকে থাকতে পারে না।

শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নে রাষ্ট্র মেরামতে তারেক রহমানের দেওয়া ৩১ দফার লিফলেট জনসাধারণের মাঝে বিতরণ শেষে সভায় তিনি এসব কথা বলেন।

আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেন, প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তাই নাগরিক অধিকার নিশ্চিতে রাষ্ট্র মেরামতে তারেক রহমান ৩১ দফা দিয়েছেন। এর মধ্য দিয়ে বিএনপি সব নাগরিকের গণতন্ত্র ও নিরাপত্তা ফিরিয়ে দিতে চায়।

তিনি বলেন, শেখ হাসিনা ও আওয়ামী সরকার আমাদের গণতন্ত্র হত্যা করেছিল। তাই সারাজীবন আওয়ামী লীগ সন্ত্রাসী দল হিসেবে জনসাধারণের মাঝে পরিচিত থাকবে। আওয়ামী লীগ ষড়যন্ত্র করে তারেক রহমানকে ১৭ বছর লন্ডনে রেখেছে। এই সুযোগে আওয়ামী লীগ বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। ছাত্র-জনতা আওয়ামী দুঃশাসন হটানোর মধ্যদিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের যে সুযোগ আমাদের তৈরি হয়েছে তা কাজে লাগাতে চাই।

এরপর তিনি দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। চন্দ্রমোহন ইউনিয়ন সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে অনুষ্ঠিত সভায় তিনি প্রধান অতিথি ছিলেন।

সভায় আরও উপস্থিত ছিলেন, চন্দ্রমোহন ইউনিয়ন সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা ইসরাইল পন্ডিত ও প্রতিষ্ঠাতা জিএম রাকিব খান।

কালের আলো/এমডিএইচ