রহমতগঞ্জকে হারিয়ে মোহামেডানের সাতে সাত

প্রকাশিতঃ 7:02 pm | January 10, 2025

স্পোর্টস ডেস্ক, কালের আলো: 

প্রিমিয়ার লিগে দুই শীর্ষ দলের হাইভোল্টেজ ম্যাচে মোহামেডান তুলে নিলো দুর্দান্ত জয়। ৩-১ গোলের ব্যবধানে রহমতগঞ্জকে হারিয়ে টানা সপ্তম জয় নিশ্চিত করল সাদা-কালোরা। শুক্রবার মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে জয় তুলে নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছে মোহামেডান।

বিরতির ঠিক আগে মোহামেডানের হয়ে গোলের খাতা খোলেন রাজু আহমেদ জিসান। যোগ করা সময়ে মেহেদী হাসান মিঠুর নিখুঁত ক্রসে বক্সে ঢুকে জিসানের জোরালো শট রহমতগঞ্জের জালে জড়িয়ে যায়। রহমতগঞ্জের কাছে সুযোগ এসেছিল পেনাল্টি থেকে সমতা ফেরানোর। মোহাম্মদ বোয়েটেংয়ের ফাউলে রেফারি স্পট কিকের নির্দেশ দেন। তবে নাবীব নেওয়াজ জীবনের নেওয়া জোরালো শট আটকে দেন মোহামেডানের গোলকিপার মোহাম্মদ সুজন।

বিরতির পর খেলা আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। যদিও রহমতগঞ্জের মোহাম্মদ সাইদের শট পোস্টের সামান্য বাইরে দিয়ে যায়। এরপরও মোহামেডান আক্রমণ অব্যাহত রাখে। ৬৪ মিনিটে আরিফের ডান প্রান্ত থেকে আসা ক্রসে দিয়াবাতে নিখুঁত প্লেসিংয়ে দ্বিতীয় গোল করেন। এর ঠিক চার মিনিট পর ইমানুয়েল সানডের জোরালো শটে আসে দলের তৃতীয় গোল।

৮৬ মিনিটে রহমতগঞ্জের স্যামুয়েল বোয়েটেং বাঁ পায়ের শটে একটি গোল শোধ করেন। এটি ছিল তার লিগের ১১তম গোল। তবে শেষ পর্যন্ত মোহামেডান তাদের লিড ধরে রেখে জয় নিশ্চিত করে এবং রহমতগঞ্জের বিপক্ষে ফেডারেশন কাপে হারের প্রতিশোধ নেয়।

এদিকে গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়ন ৪-১ গোলে ঢাকা ওয়ান্ডারার্সকে পরাজিত করে। অন্যদিকে, ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে পুলিশ এফসি এবং ফর্টিস এফসির ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।

৭ ম্যাচে পূর্ণ ২১ পয়েন্ট নিয়ে মোহামেডান শীর্ষে অবস্থান করছে। রহমতগঞ্জ দুই হারে ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। ব্রাদার্স ইউনিয়ন ১৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে। ওয়ান্ডারার্স ৫ পয়েন্ট নিয়ে অষ্টম, আর ফর্টিস ও পুলিশ এফসি সমান ৭ পয়েন্ট নিয়ে ষষ্ঠ ও সপ্তম স্থানে অবস্থান করছে।

 

কালের আলো/এসএকে