সাবেক স্বাস্থ্যমন্ত্রীর নামে আরও এক মামলা

প্রকাশিতঃ 8:11 pm | January 10, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপনকে প্রধান আসামি করে মামলা হয়েছে। ৬৮ জনের নাম মামলায় উল্লেখ করে এ মামলা করা হয়। ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় এটি চতুর্থ মামলা।

শুক্রবার (১০ জানুয়ারি) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমান উল্লাহ বিষয়টি নিশ্চিত করেন।

মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরি ইউনিয়নের যুবদলের যুগ্ম-সম্পাদক মোহাম্মদ কিরণ মিয়া বাদী হয়ে মানিকগঞ্জ সদর থানায় মামলা করেন।

মামলা সূত্রে জানা গেছে, ৪ আগস্ট মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ছাত্র আন্দোলন চলাকালে হামলা হয়। এ ঘটনায় মমতাজ চক্ষু হাসপাতালের সামনে ২০০ জন আহত হন। পিটিআই গেটের সামনে আহত হন আরও ১০০-১৫০ জন।

মামলার অন্য আসামিরা হলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সিফাত কোরাইশী সুমন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু বকর সিদ্দিক তুষার, জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজা, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাহবুবুর রহমান জনি, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শামীউর রহমান কম্পন, পৌর ছাত্রলীগের সভাপতি অভিজিৎ সরকার, দেবেন্দ্র কলেজ ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মনিরুল হক মিম, সদর উপজেলা সাবেক চেয়ারম্যান ইস্রাফিল হোসেন, গড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফসার উদ্দিন সরকার, ঘিওর সদর ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুল ইসলাম টুটুল, জেলা মহিলা লীগ নেত্রী মায়া খানসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ মামলায় আরও ৩০০-৩৫০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে।

ওসি আমান উল্লাহ জানিয়েছেন, অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলমান।

 

কালের আলো/এসএকে