ঘন কুয়াশায় আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ

প্রকাশিতঃ 9:32 am | January 11, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে বন্ধ করা হয়েছে মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল। এতে মাঝ নদীতে আটকা পড়েছে কয়েকটি ফেরি।

শনিবার (১১ জানুয়ারি) ৬টা ২০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ে ডিজিএম নাসির হোসেন।

তিনি বলেন, শনিবার ভোরে যমুনা নদীতে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে আরিচা-কাজিরহাট নৌরুটে সকাল ৬টা ২০ মিনিট থেকে সাময়িক সময়ের জন্য ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। আরিচা ঘাটে হামিদুর, ধানসিঁড়ি চিত্রা এবং কাজীর হাটে খানজাহান আলী ফেরি নদীতে নোঙর করে রয়েছে। কুয়াশার তীব্রতা কমে এলে এ নৌরুটে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে।

আবহাওয়া অধিদফতরের ৭২ ঘণ্টার সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ অবস্থায় সড়ক ও নৌপথে যান চলাচলে বিঘ্ন হতে পারে।

কালের আলো /এএএন/কেএ