গোবিন্দের জন্য বলিউডে কাজ পাচ্ছেন না মেয়ে টিনা, স্ত্রীর অভিযোগ
প্রকাশিতঃ 5:17 pm | January 11, 2025
বিনোদন ডেস্ক, কালের আলো:
বিতর্কিত কথাবার্তা বলা যেন অভ্যাসে পরিণত হয়েছে বলিউড তারকা গোবিন্দর স্ত্রী সুনীতার। ছাড় দেন না নিজের স্বামীকেও। এবার জানালেন গোবিন্দের কারণে বলিউডে কাজ পাচ্ছেন না মেয়ে টিনা।
ভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, “টিনা প্রথমবার সেকেন্ড হ্যান্ড হাজব্যান্ড ছবিতে অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছিল। কিন্তু তারপর থেকে ভালো কাজের প্রস্তাব আসছে না।”
সুনীতার মতে, গুজবই এর প্রধান কারণ। বলিপাড়ায় অনেকের ধারনা, টিনা যখনই কোনো ছবিতে কাজ শুরু করেন, তখন সেটে গোবিন্দ হাজির হয়ে ছবির নানা ব্যাপারে মাথা ঘামাতে শুরু করেন। এই ধারণার কারণে টিনার কাছে নতুন কাজের প্রস্তাব আসছে না।
সুনীতা বলেন, “এটা একটা ভুল ধারণা। টিনাকে একটাও ভালো কাজের সুযোগ দেওয়া উচিত। মেয়ে নিজে খুব ভালো কাজ করতে চায়, কিন্তু এই ধারণার কারণে তাকে সুযোগ দেওয়া হচ্ছে না।”
এদিকে গোবিন্দকন্যা টিনাও কিছুটা মায়ের স্বভাব পেয়েছেন। এক সাক্ষাৎকারে ঋতুস্রাব নিয়ে তিনি বলেছিলেন, “আমি জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছি চণ্ডীগঢ়ে এবং আমি এই ঋতুকালীন যন্ত্রণার কথা শুনেছি শুধু মাত্র মুম্বাই ও দিল্লির মেয়েদের কাছে।”
এরপর বলেছিলেন, “অনেক সময় দেখা যায় কোনো একজন নিজের যন্ত্রণার কথা বলতে থাকলে অন্যজনও ওই বেদনা অনুভব করতে শুরু করেন। এটা মানসিক। পঞ্জাব বা অন্য ছোট শহরের নারীরা অনুভবই করতে পারেন না, কবে তাদের ঋতুস্রাব শুরু হলো, কবে ঋতুবন্ধ হয়ে গেল। কিছু যেন বুঝতেই পারেন না।”
টিনা দাবি করেছিলেন, আধুনিক নারীদের খাদ্যাভ্যাসও এই যন্ত্রণার জন্য অনেকাংশে দায়ী। তিনি বলেন, “আমার শরীর ভীষণ ভাবে ‘দেশি’। আমি এ ধরনের কোনো ব্যথা অনুভবই করি না। কিন্তু মুম্বাইয়ে আমি সব সময় দেখি নারীরা এই ব্যথা নিয়েই কথা বলে চলেছে।”
টিনা পেশায় উদ্যোক্তা। তবে করেছেন অভিনয়ও। ২০১৫ সালে তাকে দেখা যায় ‘সেকেন্ড হ্য়ান্ড হাজ়ব্যান্ড’ নামে একটি ছবিতে। ২০২০ সালে ‘ড্রাইভিং মি ক্রেজ়ি’ নামকএকটি ওটিটি ছবিতেও দেখা গেছে তাকে।
কালের আলো/এএএন/কেএ