লস অ্যাঞ্জেলেসের দাবানল ছড়িয়ে পড়েছে নতুন এলাকায়

প্রকাশিতঃ 8:08 pm | January 14, 2025

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস গ্রাস করা দাবানলের বেগ যেন থামানোই যাচ্ছে না। এখনও নিয়ন্ত্রণে আসেনি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের দাবানল। এর মধ্যেই ‘আগুনের ঝড়’ নতুন করে এখন দিক পরিবর্তন করছে। নতুন করে ক্যালিফোর্নিয়ায় আরও একটি কাউন্টিতে দাবানল ছড়িয়ে পড়েছে। স্থানীয় কর্তৃপক্ষ বাসিন্দাদের সরে যেতে নির্দেশ দিয়েছে।

স্থানীয় সময় সোমবার (১৩ জানুয়ারি) নতুন করে ভেনচুরা কাউন্টিতে দাবানল ছড়িয়ে পড়ে। এরইমধ্যে পুড়ে গেছে পাঁচ একর ভূমি। আগুন নিয়ন্ত্রণে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন দমকলকর্মীরা। তবে তীব্র বাতাসে বেশ বেগ পেতে হচ্ছে তাদের।

জাতীয় আবহাওয়া সার্ভিস সতর্ক বার্তায় জানায়, মঙ্গলবার (১৪ জানুয়ারি) ১০০ কিলোমিটারেরও বেশি বেগে বাতাস বইতে পারে। এতে যেসব জায়গায় গত কয়েক মাস কোনো ধরনের বৃষ্টি হয়নি সেগুলো আগুনের সূত্রপাতের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে।

ক্যালিফোর্নিয়ার ফরেস্ট্রি ও ফায়ার প্রোটেকশন বিভাগের তথ্যমতে, অঙ্গরাজ্যটিতে বর্তমানে ১২৪টি ছোট-বড় দাবানল দেখা দিয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ১৬৪ বর্গ কিলোমিটারের বেশি জায়গা। ধ্বংস হয়েছে ১২ হাজারের বেশি অবকাঠামো। পুড়ে ছাই হয়ে গেছে এলাকার পর এলাকা। ঘরবাড়িসহ দামি সব স্থাপনা মিশে গেছে মাটির সঙ্গে।

গত মঙ্গলবার আগুনের সূত্রপাতের পর লস অ্যাঞ্জেলেসে ছয়টি দাবানল ছড়িয়ে পড়ে। এখনও সক্রিয় রয়েছে তিনটি। এর মধ্যে শহরের পশ্চিম অংশে প্যালেসেইডস ও পূর্বে এটন দাবানলের ভয়াবহতা সবচেয়ে বেশি। এই দুই দাবানল সামান্যই নিয়ন্ত্রণে আনা গেছে। শহরটিতে রেড অ্যালার্ট জারি রয়েছে।

বাতাসের গতি আবার বাড়তে থাকায় বিপাকে পড়েছেন দমকলকর্মীরা। স্থানীয় মরুভূমি থেকে সৃষ্টি হওয়া এই বাতাস বুধবার (১৫ জানুয়ারি) পর্যন্ত লস অ্যাঞ্জেলেসের ওপর দিয়ে ঘণ্টায় ৮০ থেকে ১১২ কিলোমিটার গতিতে বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।

সূত্র: সান

 

কালের  আলো/এসএকে