ক্রীড়া প্রতিযোগিতায় আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থীদের উজ্জ্বল সৃজনকল্পের বহি:প্রকাশ

প্রকাশিতঃ 10:53 pm | January 14, 2025

বিশেষ সংবাদদাতা, কালের আলো:

ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা নিজ নিজ জীবনের উজ্জ্বল সৃজনকল্পের বহি:প্রকাশ ঘটিয়েছেন। নানা অনুসঙ্গের সম্মিলনে শক্তি ও সৌন্দর্য্যে এক সপ্রতিভ আড়ম্বরপূর্ণ ডিসপ্লেতে ফুটিয়ে তোলা হয় আবহমান বাংলার রূপ-রস-গন্ধের জোটবদ্ধতায়। দৃষ্টিনন্দন ডিসপ্লে যেন হয়ে ওঠে একখণ্ড বাংলাদেশ। আকর্ষণীয় এই কুচকাওয়াজ নজর কেড়েছে অনুষ্ঠানের প্রধান অতিথি সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম থেকে শুরু করে অন্য অতিথিদেরও।

শিক্ষার্থীদের সৃজনশীলতার পরশে নয়নাভিরাম মনন-স্পর্শী, শ্রমে-ঘামে চলিষ্ণুতায় বয়ে যায় জীবনের অন্তঃশীল উচ্ছ্বাস আনন্দের ঢেউ। মুহুর্মুহু করতালিতে মুখর হয়ে ওঠে পুরো মাঠ। মুগ্ধতা প্রকাশ করেন সবাই। এসব ঘটনাপ্রবাহ মঙ্গলবার (১৪ জানুয়ারি) ঢাকা সেনানিবাসস্থ আদমজী ক্যান্টনমেন্ট কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী দিবসের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে যেখানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম। তিনি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হাউজকে ট্রফি প্রদান করেন।

সেনাবাহিনীর সিজিএস শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ, চারিত্রিক বিকাশ এবং মানবিক মূল্যবোধ সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে ওঠার উপর গুরুত্বারোপ করেন। তিনি শিক্ষার্থীদেরকে আলোকিত মানুষ ও প্রকৃত দেশপ্রেমিক হওয়ার পাশাপাশি প্রযুক্তির সর্বশেষ জ্ঞান সম্পন্ন আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ গ্রহণ করার পরামর্শ দেন। এছাড়াও আদমজী ক্যান্টনমেন্ট কলেজের একাডেমিক ফলাফল ও শৃঙ্খলার মানের ভূয়সী প্রশংসা করেন। প্রতিষ্ঠানটির শিক্ষাগত দক্ষতা ও উন্নয়নের ধারা অব্যাহত রাখা এবং উত্তরোত্তর সমৃদ্ধির বিষয়েও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় আদমজী ক্যান্টনমেন্ট কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল রিজওয়ান, অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম নওরোজ এহসানসহ সামরিক ও অসামরিক কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

কালের আলো/এমএএএমকে