ফেনী সদর স্কাউটসের ১৩ পদের ১২ জনই বিনাভোটে নির্বাচিত

প্রকাশিতঃ 12:11 pm | January 15, 2025

ফেনী প্রতিনিধি, কালের আলো:

ফেনী সদর উপজেলা স্কাউটসের ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে ফেনী সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অধিবেশনে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজিব তালুকদারের সভাপতিত্বে ও আহ্বায়ক কমিটির সদস্য নার্গিস আক্তারের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফা।

বক্তব্য দেন ফেনী জেলা শিক্ষক সমিতির এডহক কমিটির সদস্য সচিব ও ফকির হাট আবু বক্কর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহা. আলমগীর চৌধুরী, ছাত্র সমন্বয়ক সালমান হোসেন।

এর আগে অধিবেশনে ফেনী সদর উপজেলা যুগ্ম সম্পাদক পদে সদস্যদের ভোটাভুটিতে ২২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রামপুর হাজী সামছুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আশেকে এলাহী। প্রতিদ্বন্দ্বী প্রার্থী রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ তৌহিদুল ইসলাম তুহিন পেয়েছেন ১০৪ ভোট। এর আগে বিনাভোটে সদর উপজেলা স্কাউটের ১৩টি পদের ১২ জন নির্বাচিত হন। শুধু অধিবেশনের দিনে যুগ্ম সম্পাদক পদে ভোটগ্রহণ করা হয়। নির্বাচনে ৪৮২ ভোটারের মধ্যে ৩৩৬ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

বিনাভোটে নির্বাচিতরা হচ্ছেন- সহ সভাপতি নির্বাচিত হন এ.কে.এম জহির উদ্দিন, মো. শহিদুর রহমান, মো. বজলুল করিম, নুর মোহাম্মদ রেদওয়ান, মায়া রানী পাল, কমিশনার পদে মো. আবুল কাশেম, কোষাধ্যক্ষ পদে রুহুল আমিন মজুমদার, সম্পাদক পদে আমির হোসেন, গ্রুপ সভাপতি (মাধ্যমিক) পদে রফিকুল ইসলাম, মোহাম্মদ নুরুন নবী ও গ্রুপ সভাপতি (প্রাথমিক) পদে ছেরাজুল ইসলাম মজুমদার, কানিজ সানজিদা আনোয়ার।

স্কাউট নীতিমালার আলোকে নির্বাচনের মাধ্যমে ১৩ জন এবং পদাধিকার বলে ৫ জনসহ মোট ১৮ সদস্য বৈশিষ্ট্য কমিটি ৩ বছরের জন্য অনুমোদন হয়ে থাকে।

কালের আলো/এএএন/কেএ