মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় ২ জনের মৃত্যু
প্রকাশিতঃ 7:10 pm | January 15, 2025
কিশোরগঞ্জ প্রতিনিধি, কালের আলো:
কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় দুজন রোগীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট নার্সকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। গঠন করা হয়েছে তদন্ত কমিটি।
বুধবার (১৫ জানুয়ারি) সকালে ভুল চিকিৎসায় তাদের মৃত্যু হয়। তারা হলেন- কটিয়াদী উপজেলার ধুলদিয়া এলাকার ফালু মিয়ার ছেলে মনিরুজ্জামান মল্লিক (৩২) ও নিকলী উপজেলার নোয়াপাড়া গ্রামের আব্দুল কাদিরের ছেলে জহিরুল (২২)।
গত ৭ জানুয়ারি হার্নিয়ার চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক মনিরুজ্জামান মল্লিক। ১২ জানুয়ারি পেটে ব্যথা নিয়ে ভর্তি হয়েছেন জহিরুল।
জানা গেছে, সকালে দুজনেরই অপারেশন হওয়ার কথা ছিল। অপারেশনের পূর্বপ্রস্তুতি হিসেবে সিনিয়র স্টাফ নার্স নাদিরা বেগম ওয়ার্ডের শয্যাতে রেখেই দুজনকে ইনজেকশন পুশ করেন। ইনজেকশন দেওয়ার ৫ থেকে ১০মিনিটের মধ্যেই তারা দুজন ছটফট করতে করতে মারা যান। তাদের মৃত্যুতে বিক্ষোভ করেন পরিবারের লোকজন ও স্বজনরা। এ সময় নার্সের শাস্তির দাবি জানান।
রোগীর স্বজন মোজাফফর জানান, অ্যানেসথেসিয়া ইনজেকশন অপারেশন থিয়েটারে পুশ করার কথা থাকলেও সেটি আগেই ভুল করে ওয়ার্ডের শয্যায় পুশ করেন নার্স। এতেই দুই জনের মৃত্যু হয়।
হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. হেলিশ রঞ্জন সরকার ভুল চিকিৎসায় দুজনের মৃত্যুর বিষয়টি স্বীকার করে জানান, রোগীর মৃত্যুর ঘটনায় সার্জারি বিভাগের প্রধান ডা. অজয় সরকারকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ইতোমধ্যে নার্সকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।
কালের আলো/এএএন/কেএ