স্বাস্থ্যসেবা বিভাগের সাত পদে রদবদল
প্রকাশিতঃ 8:46 pm | January 15, 2025
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সাতটি পদে রদবদল করা হয়েছে। গতকাল মঙ্গলবার প্রশাসন-১ শাখার যুগ্মসচিব মোহাম্মদ আবদুল হাই স্বাক্ষরিত দুটি অফিস আদেশে এসব তথ্য জানানো হয়।
আদেশ অনুযায়ী, অতিরিক্ত সচিব মো. খোরশেদ আলমকে হাসপাতাল অনুবিভাগে পদায়ন করা হয়েছে। এ অনুবিভাগে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে দায়িত্ব পালন করা শেখ মোমেনা মনিকে পদায়ন করা হয়েছে বিশ্ব স্বাস্থ্য অনুবিভাগে।
অপর আদেশে যুগ্মসচিব শাহ ইমাম আলী রেজাকে পরিকল্পনা অধিশাখা, প্রকল্প বাস্তবায়ন অধিশাখার যুগ্মসচিব মো. সফিউল আলমকে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে জনস্বাস্থ্য-২ শাখা, উপসচিব ডা. মো. মোস্তাফিজুর রহমানকে সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা, জনস্বাস্থ্য-২ শাখার সিনিয়র সহকারী সচিব তানিয়া মুনকে প্রশাসন-৩ শাখা এবং প্রশাসন-৩ শাখার সহকারী সচিব মো. মোতাহের হোসেনকে অটিজম সেলের সহকারী পরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে। এতে আরও বলা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ কার্যকর হবে।
বিভিন্ন প্রতিষ্ঠানের ১৪ চিকিৎসক বদলি : এই সাত পদে রদবদলের বাইরে পৃথক আরেকটি প্রজ্ঞাপনের মাধ্যমে দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিভিন্ন পদে কর্মরত ১৪ চিকিৎসককে বদলি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
বুধবার (১৫ জানুয়ারি) স্বাস্থ্যসেবা বিভাগের পার-৩ শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ ইকবাল হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বদলি ও পদায়নকৃত চিকিৎসকরা আগামী সাত কর্মদিবসের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করবেন।
কালের আলো/এএএন/কেএ