১০ ট্রাক অস্ত্র মামলায় চট্টগ্রাম থেকে একজনের মুক্তি

প্রকাশিতঃ 4:05 pm | January 16, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র মামলা থেকে খালাস পেয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন চিটাগং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের মহাব্যবস্থাপক (প্রশাসন) কে এম এনামুল হক।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেল ৩টা ১০ মিনিটের দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে বের হন কে এম এনামুল হক।

একই মামলায় কাশিমপুর এবং কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ আরও পাঁচজন। এছাড়া সাজা কমানো জাতীয় পার্টির নেতা হাফিজুর রহমান কয়েকমাসের মধ্যেই মুক্তি পাবেন বলে জানা গেছে।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার ইব্রাহিম রাজু জানান, ‘দশ ট্রাক অস্ত্র মামলার আসামি কে এম এনামুল হক চট্টগ্রাম কারাগারেই ছিলেন। উচ্চ আদালত থেকে তার খালাসপ্রাপ্তির রায় গতকাল (বুধবার) রাতে আমাদের হাতে এসে পৌঁছেছে। আমরা সব যাচাই করে এবং প্রক্রিয়া সম্পন্ন করেছি। তিনি আজ বিকেল ৩টা ১০ মিনিটের দিকে মুক্তি পেয়েছেন।’

কালের আলো/এমডিএইচ