বেশকিছু পণ্যে প্রস্তাবিত ভ্যাট পুনর্বিবেচনা করা হচ্ছে: অর্থ উপদেষ্টা

প্রকাশিতঃ 6:25 pm | January 16, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ওষুধ, পোশাকসহ বেশ কয়েকটি পণ্যে প্রস্তাবিত ভ্যাট পুনর্বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, ওষুধ, পোশাকসহ বেশ কয়েকটি পণ্যে প্রস্তাবিত ভ্যাট পুনর্বিবেচনা করা হচ্ছে।

এর আগে কয়েকটি পণ্যে ভ্যাট কমানোর চিন্তাভাবনা চলছে জানিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মূসক আইন ও বিধি বিভাগের দ্বিতীয় সচিব ব্যারিস্টার মো. বদরুজ্জামান মুন্সী বলেন, তবে এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত হলে জানিয়ে দেয়া হবে।

তিনি আরও বলেন, গত ৯ জানুয়ারি অধ্যাদেশ জারি করে হোটেল, রেস্তোরাঁ খাতে ভ্যাট বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছিল। তবে সেটি আবারও আগের হারে ফিরিয়ে নেয়া হচ্ছে। অর্থাৎ হোটেল, রেস্তোরাঁ খাতে ভ্যাট ৫ শতাংশই থাকছে। আজ এ বিষয়ে আদেশ জারি করবে জাতীয় রাজস্ব বোর্ড।

কালের আলো/এএএন/কেএ