সড়ক-ফুটপাতে ডিএনসিসির উচ্ছেদ অভিযান, লাখ টাকা জরিমানা
প্রকাশিতঃ 7:34 pm | January 16, 2025
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
সড়ক ও ফুটপাতের অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। অভিযানকালে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করে সংস্থাটি।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মুখপাত্র মকবুল হোসাইন এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, একযোগে ডিএনসিসির ১০ অঞ্চলে অভিযান শুরু হয়েছে। গত ১১ জানুয়ারি থেকে টানা উচ্ছেদ অভিযান পরিচালনা করছে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। জনদুর্ভোগ নিরসনে এই অভিযান চলমান থাকবে।
তিনি আরও জানান, অবৈধ দোকান ও স্থাপনা সরিয়ে রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করা হয়। এ ছাড়া ডিএনসিসির বিভিন্ন অঞ্চলে নির্মাণসামগ্রী রেখে মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় মোট ২০টি মামলায় জরিমানা আদায় করা হয়েছে।
কালের আলো/এমএএইচ/ইউএইচ