সিঙ্গাপুর-আরব আমিরাত থেকে আসবে দুই কার্গো এলএনজি
প্রকাশিতঃ 8:49 pm | January 16, 2025
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
সিঙ্গাপুর ও সংযুক্ত আরব আমিরাত থেকে দুই কার্গো তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এতে মোট ব্যয় হবে এক হাজার ৩৫৫ কোটি ৮৩ লাখ ২৯ হাজার ৪৬ টাকা।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
বৈঠক সূত্রে জানা গেছে, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ‘পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮’ অনুসরণে আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ায় স্পট মার্কেট থেকে এক কার্গো (৬-৭ ফেব্রুয়ারি ২০২৫ সময়ে) এলএনজি আমদানির প্রত্যাশাগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি।
পেট্রোবাংলা থেকে এই এক কার্গো এলএনজি সরবরাহের জন্য মাস্টার সেল অ্যান্ড পারচেজ অ্যাগ্রিমেন্ট (এমএসপিএ) সই করা চুক্তিবদ্ধ ১৬ প্রতিষ্ঠানের (এমএসপিএ সই করা ২৩ প্রতিষ্ঠানের মধ্যে ৭টি প্রতিষ্ঠান মেয়াদ উত্তীর্ণ) কাছ থেকে দরপ্রস্তাব আহ্বান করা হয়। তিনটি প্রতিষ্ঠান দরপ্রস্তাব দাখিল করে। তিনটি প্রস্তাবই কারিগরি ও আর্থিকভাবে রেসপনসিভ হয়।
দরপত্রের সব প্রক্রিয়া শেষে প্রস্তাব মূল্যায়ন কমিটির (পিইসি) সুপারিশের পরিপ্রেক্ষিতে সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান সংযুক্ত আরব আমিরাতের ওকিউ ট্রেডিং লিমিটেড থেকে প্রতি এমএমবিটিইউ ১৪ দশমিক ৪৪৫০ মার্কিন ডলার ধরে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি সর্বমোট ৬৯২ কোটি ৭৯ লাখ ১৪ হাজার ৪৪৮ টাকায় আমদানির প্রত্যাশাগত অনুমোদনের প্রস্তাব দেওয়া হয় উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে। বৈঠকে প্রস্তাবটি পর্যালোচনা করে অনুমোদন দেওয়া হয়েছে।
জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের আর এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ‘পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮’ অনুসরণে আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ায় স্পট মার্কেট থেকে এক কার্গো (১৩-১৪ ফেব্রুয়ারি ২০২৫ সময়ে) এলএনজি আমদানির প্রত্যাশাগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি।
পেট্রোবাংলা এই এক কার্গো এলএনজি সরবরাহের জন্য এমএসপিএ সই করা চুক্তিবদ্ধ ১৬ প্রতিষ্ঠানের কাছ থেকে দরপ্রস্তাব আহ্বান করে। ৪টি প্রতিষ্ঠান দরপ্রস্তাব দাখিল করে। ৪টি প্রস্তাবই কারিগরি ও আর্থিকভাবে রেসপনসিভ হয়।
দরপত্রের সব প্রক্রিয়া শেষে প্রস্তাব মূল্যায়ন কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান সিঙ্গাপুরের ভিটল এশিয়া প্রাইভেট লিমিটেড থেকে প্রতি এমএমবিটিইউ ১৩ দশমিক ৮২৪৭ মার্কিন ডলার ধরে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি সর্বমোট ৬৬৩ কোটি ৪ লাখ ১৪ হাজার ৫৯৮ টাকায় আমদানির প্রত্যাশাগত অনুমোদনের প্রস্তাব দেওয়া হয়। বৈঠকে প্রস্তাবটি পর্যালোচনা করে অনুমোদন দেয়া হয়েছে।
কালের আলো/এএএন/কেএ