একসঙ্গে জুমা আদায় করলেন লক্ষাধিক মুসল্লি

প্রকাশিতঃ 6:04 pm | January 17, 2025

ফেনী প্রতিবেদক, কালের আলো:

পবিত্র কাবা শরীফের সাবেক ইমাম শায়খ ড. হাসান বোখারির ইমামতিতে ফেনীতে জুমার নামাজ আদায় করেছেন লক্ষাধিক মুসল্লি।

শুক্রবার (১৭ জানুয়ারি) জেলার দাগনভূঞা উপজেলার রঘুনাথপুর দারুল উলুম মহিউচ্ছুন্নাহ মাদরাসার ইসলামী মহাসম্মেলনে অংশ নিতে বাংলাদেশে আসেন তিনি।

দুপুর ১টার দিকে কাবা শরীফের সাবেক ইমাম শায়খ ড. হাসান বোখারী হেলিকপ্টার যোগে রঘুনাথপুর হাইস্কুল মাঠে নামেন। নামাজ আদায় শেষে তিনি আবার ঢাকায় ফিরে যান হেলিকপ্টার যোগে।

দুই দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনে রঘুনাথপুর দারুল উলুম মহিউচ্ছুন্নাহ মাদরাসার নায়েবে মোহতামিম মুফতি আহমাদুল্লাহ কাসেমীর সভাপতিত্বে সৌদি আরবের মক্কার হারাম শরীফের প্রধান মুফতি শায়খ মুহাম্মদ বিন মাতার আস-সেহলী, ভারতে দারুল উলুম দেওবন্দের হাদিস ও ফিকহ বিভাগের শিক্ষাসচিব শায়খ আফজাল কাইমুরী, আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী, মুফতি শামীম মজুমদার, মাওলানা আশেকে এলাহী, সাদ সাইফুল্লাহ মাদানী, আব্দুল্লাহ আল সালেহী, মেরাজুল হক বয়ান করেন।

মহাসম্মেলনের আয়োজক ও প্রতিষ্ঠানের মোহতামিম মাওলানা সালাহ উদ্দিন জাহাঙ্গীর জানান, ১৯৭৩ সাল থেকে এখানকার এলাকায় দ্বীনি শিক্ষা প্রসারে ভূমিকা রাখছে প্রতিষ্ঠানটি। বিগত ১০ বছর বিশ্বের ও দেশবরেণ্য আলেম উলামায়ে কেরামের অংশগ্রহণে সম্মেলন হচ্ছে। এর ধারাবাহিকতায় ১৬ ও ১৭ জানুয়ারি ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এখানে জুমার নামাজে ইমামতি করেন কাবা শরীফের সাবেক ইমাম শায়েখ ড. হাসান বোখারী। তিনি ১৬ জানুয়ারি রাতে ঢাকায় আসেন। ১৭ জানুয়ারি হেলিকপ্টার যোগে এখানে এসে নামেন। এই প্রথম দেশে কাবা শরীফের ইমাম আসলেন। এটি নোয়াখালী, লক্ষীপুর, ফেনী ও চট্টগ্রামের মিরসরাই এলাকার জন্য সর্ববৃহৎ মহাসম্মেলন।

দুই দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ফেনী জেলা সেক্রেটারি একরামুল হক ভূঁইয়া, হেফাজতে ইসলামের ফেনী জেলা সেক্রেটারি মাওলানা ওমর ফারুক, ইসলামী আন্দোলনের জেলা ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা আলা উদ্দিন সাবেরী, সিন্দুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কবির আহমেদ পেয়ার, সমাজসেবক রবিউল হাসান, আব্দুর রশিদ জুয়েল, মোহাম্মদ আলী, মাওলানা মাঈন উদ্দিন চৌধুরী, প্রতিষ্ঠানের নায়েবে মোহতামীম মুফতি মোহাম্মদ হাসান, মাওলানা সাঈদ আহমেদ, বশির আহমেদসহ ফেনী জেলা বিএনপির নেতারা।

 

কালের আলো/এসএকে