উল্টে যাওয়া ট্যাংকার থেকে পেট্রল নেওয়ার সময় বিস্ফোরণ, নিহত ৭০

প্রকাশিতঃ 8:57 am | January 19, 2025

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:

নাইজেরিয়ায় দুর্ঘটনাকবলিত জ্বালানিবাহী একটি ট্যাংকার থেকে পেট্রল সংগ্রহের সময় বিস্ফোরণে ৭০ জন নিহত হয়েছেন।

শনিবার সকালে দেশটির রাজধানী আবুজা থেকে উত্তরাঞ্চলীয় শহর কাদুনার মধ্যে সংযোগকারী সড়কের ডিক্কো এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর বার্তা সংস্থা এএফপির।

নাইজেরিয়ার নাইজার রাজ্যের ফেডারেল রোড সেফটি কর্পসের (এফআরএসসি) প্রধান কুমার সুকওয়াম বলেন, শনিবার সকাল ১০টার দিকে ডিক্কো এলাকায় ওই ট্যাংকার দুর্ঘটনার কবলে পড়ে। সেটিতে ৬০ হাজার লিটার পেট্রল ছিল। এখন পর্যন্ত বিস্ফোরণে ৭০ জন নিহত হয়েছেন।

দুর্ঘটনার পর ট্যাংকারটি থেকে জ্বালানি সংগ্রহের সময় বিস্ফোরণের ঘটনা ঘটে।

কুমার সুকওয়াম বলেন, নিহত বেশিরভাগ মানুষের শরীর এমনভাবে পুড়ে গেছে যে চেনার উপায় নেই।

নাইজেরিয়ায় মারাত্মক অর্থনৈতিক সংকট চলছে। এর মধ্যে গত ১৮ মাসে দেশটিতে জ্বালানি তেলের দাম পাঁচ গুণ বেড়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এ মূল্যবৃদ্ধির কারণেই জীবনের ঝুঁকি নিয়ে অনেকে দুর্ঘটনাকবলিত ওই ট্যাংকার থেকে জ্বালানি সংগ্রহ করতে গিয়েছিলেন।

কালের আলো/এএএন/কেএ