সেনাপ্রধানের সঙ্গে রাওয়ার নতুন কার্যনির্বাহী কমিটির সাক্ষাৎ
প্রকাশিতঃ 11:42 am | January 19, 2025
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
সেনাবাহিনী প্রধানের সঙ্গে রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (রাওয়া) নবনির্বাচিত কার্যনির্বাহী পর্ষদের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার নবনির্বাচিত কার্যনির্বাহী পর্ষদের সদস্যগণের সঙ্গে মহাখালী ডিওএইচএস এ অবস্থিত রাওয়া কমপ্লেক্সে এক বিশেষ সভায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
কার্যনির্বাহী পর্ষদের সব সদস্যের সঙ্গে পরিচিতি পর্ব শেষে রাওয়ার পক্ষ থেকে এর ইতিহাস, লক্ষ্য, উদ্দেশ্য, কার্যপ্রণালী এবং অ্যাসোসিয়েশনের বিভিন্ন প্রতিকূলতা সম্পর্কে সেনাবাহিনী প্রধানকে অবহিত করা হয়। একই সঙ্গে রাওয়ার নবনির্বাচিত চেয়ারম্যান কর্তৃক সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের সার্বিক উন্নয়নের জন্য গৃহীত ও ভবিষ্যতে প্রয়োজনীয় নানাবিধ কল্যাণমূলক কার্যক্রমের কথা তুলে ধরা হয়।
রাওয়ার প্রধান পৃষ্ঠপোষক ও সেনাপ্রধান বলেন, সশস্ত্র বাহিনীর চাকরিরত এবং অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে প্রাপ্ত সুযোগ-সুবিধার ক্ষেত্রে যথাসম্ভব পার্থক্য কমিয়ে আনতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হবে।
তিনি তার বক্তব্যে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও সেনাসদস্যদের উন্নত স্বাস্থ্যসেবা প্রদানের জন্য গৃহীত পদক্ষেপসমূহ যেমন- বিদেশি সংস্থার সঙ্গে যৌথভাবে উন্নত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা, উন্নত দন্ত চিকিৎসা প্রদানসহ ৬১টি জেলায় ডিসপেন্সারির মাধ্যমে অবসরপ্রাপ্ত সদস্যদের বিনামূল্যে ওষুধ সরবরাহের কথা উল্লেখ করেন। একই সঙ্গে অবসরপ্রাপ্ত সৈনিকদের স্ত্রীদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা বর্ধিত করার কথা উল্লেখ করেন। তিনি বিবিধ বঞ্চিত সেনা কর্মকর্তাদের প্রাপ্য সুযোগ সুবিধা যাচাই-বাছাই ও নিশ্চিতের জন্য নব নির্বাচিত কার্যনির্বাহী পর্ষদের সদস্য অন্তর্ভুক্তিসহ উচ্চক্ষমতা সম্পন্ন কমিশন গঠন, জলসিঁড়ি আবাসন প্রকল্পে রাওয়ার জন্য জমি বরাদ্দ করা, সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের জন্য চাকরির সুযোগ তৈরি করা এবং রেশন/রেশন ভাতা পুনঃনির্ধারণসহ অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও সেনাসদস্যদের জন্য নানাবিধ কল্যাণমূলক উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি পিলখানায় বিজিবি হত্যাকাণ্ড এবং মেজর সিনহা হত্যাকাণ্ডের ন্যায়বিচার ত্বরান্বিত করার বিষয়ে আলোকপাত করেন।
এছাড়াও, মৃত মেজর জাহিদ এর পরিবারের সদস্যদের কল্যাণের জন্য গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন। এ সময় কিউএমজি, বাংলাদেশ সেনাবাহিনী; জিওসি লগ এরিয়া এবং সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কালের আলো/এএএন/কেএ