পিকআপের ধাক্কায় প্রাণ গেল যুবকের

প্রকাশিতঃ 12:52 pm | January 19, 2025

চট্টগ্রাম প্রতিবেদক, কালের আলো:

চট্টগ্রাম-নাজিরহাট খাগড়াছড়ি সড়কের হাটহাজারীতে রাস্তা পারাপার হওয়ার সময় পিকআপের ধাক্কায় সাইফুর রহমান (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে উপজেলার মনিয়াপুকুর পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইফ রাউজান উপজেলার পশ্চিম ফতেনগর এলাকার মো. মতিউর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী পিকআপ তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নাজিরহাট হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

কালের আলো/এসএকে