হাজারো মুসল্লির স্বেচ্ছাশ্রমে চলছে ইজতেমার মাঠ প্রস্তুতির কাজ

প্রকাশিতঃ 5:13 pm | January 19, 2025

গাজীপুর প্রতিবেদক, কালের আলো:

বিশ্ব ইজতেমার আর মাত্র ১১ দিন বাকি। ইতোমধ্যে ইজতেমা ময়দানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ করতে দেশের নানা প্রান্ত থেকে মুসল্লিরা আসছেন। মাঠ প্রস্তুত করতে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় যৌথভাবে কাজ চলছে। মাঠে বয়ান মঞ্চের কাজ শেষ হয়ে গেছে।

সরেজমিন ইজতেমা মাঠ ঘুরে এসব তথ্য জানা যায়। প্রাপ্ত তথ্যমতে, আগামী ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে শুরায়ে নেজামের (জুবায়েরপন্থি) বিশ্ব ইজতেমা।

এবার কয় পর্বে ইজতেমা হবে তা এখনো স্পষ্ট নয়। তাই আপাতত শুরায়ে নেজামের আয়োজনে ইজতেমা মাঠ প্রস্তুতে কাজ চলছে।

সরকারি ও বেসরকারি কর্মীদের মাধ্যমে মাঠের সামিয়ানা টাঙানো, ড্রেন নির্মাণ, ওজুখানা তৈরি, বিদেশি মেহমানদের থাকা খাওয়ার সুবিধা নিশ্চিতকরণসহ সার্বিক প্রস্তুতি কাজ চলছে।

ইতোমধ্যে ইজতেমা মাঠে কয়েক হাজার মুসল্লি এসে গেছেন। প্রতিদিনই মুসল্লিরা আসছেন। ইজতেমা মাঠ থেকে বের হওয়া বিভিন্ন চিল্লায় থাকা মুসল্লিরা দেশ-বিদেশে চিল্লা শেষ করে ইজতেমা মাঠে ফিরছেন। ফলে প্রতিদিনই মুসল্লির সংখ্যা বাড়ছে। ইজতেমা মাঠের নিরাপত্তা নিশ্চিত করতেও স্থায়ীভাবে পুলিশ-আনসার দেয়া হয়েছে। পাশাপাশি র‌্যাব ও সেনাবাহিনীর টহল চলছে।

পুলিশ ও র‌্যাবের ওয়াচ টাওয়ার নির্মাণ, বাংলাদেশ সেনাবাহিনী ভাসমান সেতু নির্মাণের কাজ শুরু করেছে। সব মিলিয়ে ইজতেমা অনুষ্ঠানের জন্য কাজ পুরোদমে এগিয়ে চলছে।

ইজতেমা মাঠে মূল মঞ্চের কর্মী নুরুল আমিন বলেন, মূল মঞ্চ তৈরির কাজ শেষ। এখন মিম্বর মঞ্চ (নামাজের মঞ্চ) তৈরির কাজ চলছে।

ইজতেমায় স্বেচ্ছাশ্রমে কাজ করতে গাজীপুর থেকে আসা আলাউদ্দিন বলেন, ‘নিজেদের ইচ্ছাতেই আমরা প্রায় ২০০ লোক ইজতেমা ময়দানে কাজ করতে এসেছি। আল্লাহপাক হয়তো এই কাজের উছিলায় জীবনের গুনাহ মাফ করে দেবেন।’

ইজতেমার আয়োজক শুরায়ে নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেন, ইজতেমার যাবতীয় কাজ শেষের পথে। ইনশাল্লাহ সঠিক সময়ের আগেই মাঠ প্রস্তুত হয়ে যাবে।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান জানান, ইজতেমার যাবতীয় আনুষ্ঠানিকতা দ্রুততার সাথে শেষ করা হচ্ছে। ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য বাংলাদেশ পুলিশ সার্বক্ষণিক কাজ করছে।

এদিকে, এ বছর দুই ধাপে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হওয়ার কথা এখনো শোনা যাচ্ছে। তবে সরকারের পক্ষ থেকে প্রথম ধাপে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ব ইজতেমা অনুষ্ঠানের ঘোষণা দেয়া হয়েছে। সেই লক্ষ্যেই ইজতেমা মাঠে কাজ চলছে।

তবে ইজতেমার দ্বিতীয় ধাপ তথা নিজামুদ্দিন মারকাজের (সাদপন্থি) বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে কি না তা এখনো স্পষ্ট নয়। শুরায়ে নেজাম বলছে, সাদপন্থিদের ইজতেমা করতে দেয়া হবে না। আর সাদপন্থিরা বলছেন, তারা ইজতেমা করতে পারবেন বলে আশা করছেন।

নিজামুদ্দিন মারকাজের (সাদপন্থী) মিডিয়া সমন্বয়ক মো. সায়েম বলেন, ‘ইনশাল্লাহ, আমাদের ইজতেমা অনুষ্ঠিত হবে। তবে তারিখ পরিবর্তন হতে পারে। এ বিষয়ে সরকারের উচ্চপর্যায়ে আলোচনা চলছে।’

কালের আলো/এএএন/কেএ