জুলাই বিপ্লবে আহত ১৮ জনের পাশে বিজিবি

প্রকাশিতঃ 6:23 pm | January 19, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

জুলাই আন্দোলনে আহত ১৮ ছাত্র-জনতার পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।

রবিবার (১৯ জানুয়ারি) ঢাকার পিলখানায় বিজিবি সদরদপ্তরে আহতদের পুনর্বাসনে আর্থিক সহায়তা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিবির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান।

একইদিন বিজিবি থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

খোন্দকার শফিকুজ্জামান বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। সেই অভিষ্ট বাংলাদেশ বিনির্মাণে বিজিবিও ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। জুলাই বিপ্লবের শুরু থেকে বিজিবি স্ব-উদ্যোগে বর্ডার গার্ড হাসপাতালে আন্দোলনে আহত প্রায় অর্ধশত ছাত্র-জনতাকে চিকিৎসা দিয়েছে। সহযোদ্ধা হিসেবে আহত ছাত্র-জনতার পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন বিজিবি মহাপরিচালকও।’

কালের আলো/এএএন/কেএ