মা-ছেলে ঝাঁপিয়ে পড়লো মেঘনায়, অতঃপর…

প্রকাশিতঃ 6:40 pm | January 19, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ভোলার চরফ্যাশনে দেড় বছর বয়সী শিশু সন্তান নিয়ে মেঘনা নদীতে ঝাঁপিয়ে পড়ে মা-ছেলের আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় শিশু ইসমাইলের মৃত্যু হয়েছে।

রোববার (১৯ জানুয়ারী) দুপুরে চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের বেতুয়া প্রশান্তি পার্ক সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন চরফ্যাশন থানার উপ-পরিদর্শক মো. হেলাল উদ্দিন।

নিহত শিশু ইসমাইল উপজেলার জিন্নাগড় ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবদুর রহিমের ছেলে।

সুখীর মা তাছনুর জানান, ৪ বছর আগে আবদুর রহিমের সঙ্গে পারিবারিকভাবে তার মেয়ে বিয়ে দেন। প্রথম সন্তান জন্মের পরপরই জামাই রহিম ও তার পরিবারের সদস্যরা মেয়েকে মানুষিক নির্যাতন শুরু করেন। আজ দুপুরে মেয়ে-জামাই আমাকে ফোনে জানতে চান মাইমুনা আমার বাড়িতে আসছে কি না? পরে খবর পান, মেয়ে মেঘনা নদীতে ঝাঁপ দিয়েছে। এ সময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক শিশু ইসমাইলকে মৃত ঘোষণা করেন।

সুখীর স্বামী রহিম বলেন, ‘স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়েছে। কিন্তু এ কারণে সে এমন কাজ করবে তা ভাবতে পারিনি।’

চরফ্যাশন থানার উপ-পরিদর্শক মো. হেলাল উদ্দিন জানান, ‘নিহত শিশুর পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

কালের আলো/এসএকে