ব্যয় না বাড়লেও ৬ শর্তে ২ বছর মেয়াদ বাড়ছে মান উন্নয়ন প্রকল্পের
প্রকাশিতঃ 6:49 pm | January 19, 2025
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
যথাযথ মানে উন্নীত হচ্ছে কিশোরগঞ্জ-করিমগঞ্জ-চামড়াঘাট জেলা মহাসড়ক। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতায় সড়ক ও জনপথ অধিদফতর এ বিষয়ে উদ্যোগ নিয়েছে। এজন্য বাস্তবায়নাধীন ‘কিশোরগঞ্জ-করিমগঞ্জ-চামড়াঘাট জেলা মহাসড়ক যথাযথ মানে উন্নীতকরণসহ ছয়না-যশোদল-চৌদ্দশত বাজার সংযোগ সড়ক নির্মাণ’ প্রকল্পের তৃতীয় বার ব্যয় বৃদ্ধি ছাড়া মেয়াদকাল বৃদ্ধি করা হচ্ছে। ২০১৯ সালের ১লা নভেম্বর থেকে গত বছরের ৩০ জুনের পরিবর্তে এখন ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত দুই বছর নির্দেশে বৃদ্ধি করা হচ্ছে। তবে এক্ষেত্রে ৬টি শর্ত দিয়েছে পরিকল্পনা কমিশন।
কমিশন সূত্রে জানা যায়, মেয়াদ বাড়ানোর ক্ষেত্রে শর্তগুলোর মধ্যে রয়েছে- বর্ধিত সময়ের মধ্যে আবশ্যিকভাবে প্রকল্পের সকল কাজ শেষ করা; বর্ধিত মেয়াদকালের কর্ম পরিকল্পনা এবং ক্রয় পরিকল্পনার বাস্তবায়ন অগ্রগতি ভৌত অবকাঠামো বিভাগে পাঠানো; প্রকল্পের অবশিষ্ট কাজ সময়ভিত্তিক কর্মপরিকল্পনা অনুসারে সমাপ্তির জন্য প্রকল্প পরিচালকের দপ্তর এবং বাস্তবায়নকারী সংস্থা থেকে নিয়মিত পরিদর্শন বা মনিটরিং জোরদার করা; প্রকল্পের অনুমোদিত ডিপিপ্#ি৩৯;ও (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) সংস্থান অনুযায়ী নিয়মিত পিআইসি ও পিএসসি সভার আয়োজন করা; প্রকল্প বাস্তবায়নকালে পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ এবং জাতীয় অর্থনীতিতে বিদ্যমান চ্যালেঞ্জ ও আসন্ন ঝুঁকি মোকাবেলায় জ্বালানী খাতে সরকার কর্তৃক গৃহীত ব্যয় সংকোচনের অংশ হিসেবে প্রকল্প রাজস্ব খাতে বরাদ্দ করা জ্বালানী সাশ্রয় নিশ্চিত করা।
কালের আলো/এএএন/কেএ